বিশ্বের সেরা একাদশ বেছে নিলেন আন্দ্রে ফ্লেচার, ওয়েস্ট ইন্ডিয়ানের পছন্দে এখনও রয়ে গেলেন ধোনি

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে বিভিন্ন ধরনের কাল্পনিক একাদশ নিয়ে চর্চা করা ক্রিকেটপ্রেমীদের একটি অন্যতম শখের মধ্যে পড়ে। সেই কারণে বিশেষত ক্রিকেট বিশ্লেষক বা ক্রিকেটারদের বেছে নেওয়া একাদশ গুলি ভীষণ জনপ্রিয় সকলের কাছেই। ইতিমধ্যেই শেন ওয়ার্ন, শাকিব আল হাসান সহ অনেক খেলোয়াড়ই বেছে নিয়েছেন তাদের সর্বকালের সেরা পছন্দের একাদশ। এবার এই তালিকায় নাম লেখালেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার।

ফ্লেচার তার বিশ্বের সেরা একাদশে ওপেনার হিসেবে বেছে নিয়েছেন ইউনিভার্স ক্রিস গেইল এবং রোহিত শর্মাকে। তিন নম্বরে তিনি রেখেছেন রান মেশিন বিরাট কোহলির নাম। চতুর্থ নম্বরে রয়েছেন তারই প্রিয় বন্ধু তথা সাউথ আফ্রিকান উইকেটকিপার-ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ফ্লেচার তার বিশ্ব একাদশে পঞ্চম স্থান দিয়েছেন ইংল্যান্ডকে বিশ্বকাপ এনে দেওয়া অলরাউন্ডার বেন স্টোকসকে।

উইকেটকিপার হিসেবে আন্দ্রে ফ্লেচারের নির্বাচন গিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির দিকে। যদিও তিনি ব্যাটিং করবেন সাত নম্বরে। ছয় নম্বরে খেলার জন্য এই একাদশে ফ্লেচার বেছে নিয়েছেন কিরণ পোলার্ড। এই মুহূর্তে সারা বিশ্বের দিকে তাকালে ফিনিশার হিসেবে যে তিন ব্যাটসম্যানকে বেছেছেন ফ্লেচার তারা সত্যিই সেরা। যদিও এই মুহূর্তে অবসর নিয়েছেন ধোনি, কিন্তু তবু ফ্লেচারের একাদশে জায়গা পেয়েছেন এমএসডি।

নিজের দলে চার বোলার হিসেবে ফ্লেচার বেছে নিয়েছেন সুনীল নারিন, লাসিথ মালিঙ্গা, রশিদ খান ও জাসপ্রিত বুমরাহকে। দলে পোলার্ড এবং স্টোকস থাকার একটি বড় সুবিধা হল পঞ্চম বোলার হিসেবে ভালোভাবেই কাজে লাগানো যাবে তাদের। এমনকি এদের দুজনের মধ্যে যে কেউ হয়ে উঠতে পারেন তৃতীয় জোরে বোলার। আর তাই আন্দ্রে ফ্লেচারের টিম যে অত্যন্ত বলিষ্ঠ এ নিয়ে কোন সন্দেহ নেই

licensed image 17

ফ্লেচারের বিশ্ব একাদশ: ক্রিস গেইল, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, বেন স্টোকস, কিরন পোলার্ড, এমএস ধোনি, সুনীল নারিন, লাসিথ মালিঙ্গা, রশিদ খান, জাসপ্রিত বুমরাহ

 


Abhirup Das

সম্পর্কিত খবর