বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে (west bengal) রয়েছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যার মধ্যে রয়েছে সিআরপিএফের ৭ কোম্পানি, বিএসএফের ৪ কোম্পানি, এসএসবি’র ২ কোম্পানি, সিআইএসএফ এবং আইটিবিপি’র ১ কোম্পানি। উপনির্বাচনের পূর্বে কড়া মুডে রয়েছে প্রশাসন। কোনভাবেই পরিস্থিতি উত্তপ্ত হতে দেওয়া যাবে না, কড়া নির্দেশ জারি করেছে উপরমহল।
আগামীকাল অর্থাৎ ৩০ শে সেপ্টেম্বর ভবানীপুরে (Bhabanipur) উপনির্বাচনের পাশাপাশি মুর্শিদাবাদে রয়েছে বিধানসভা নির্বাচন। সেই কারণে যাতে কোনভাবেই বাংলার পরিস্থিতি উত্তপ্ত হতে না পারে, তাঁর জন্য সোমবার রাত থেকেই শুরু হয়েছে কড়া নজরদারী। নিরাপত্তায় কোনরকম ফাঁক রাখতে চাইছে না কলকাতা পুলিশ।
নির্বাচনের পূর্বে পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার রাত থেকে এজেসি বোস রোড ফ্লাইওভারে ওঠার মুখে ও পার্কস্ট্রিট এলাকায় বিশেষ তল্লাশি চালানো হয়। এই অভিযানে অংশ নিয়েছিলেন খোদ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ পার্থ মুখোপাধ্যায়।
অন্যদিকে কোন স্থানে রাজনৈতিক অশান্তি খবর পেলে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসক ও পুলিশ সুপারদের, এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। সেইসঙ্গে জারী করতে হবে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা।সেই কারণে পুলিশদেরও সজাগ থাকতে বলা হয়েছে। পাশাপাশি ভোট চলাকালীন যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছন ডিসি সাউথ আকাশ মাঘারিয়া।
পুলিশ কমিশনারদের মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন, ‘আইন-শৃঙ্খলার দিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে আপনাদের’। সেইসঙ্গে মুর্শিদাবাদ এবং কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ার আইনশৃঙ্খলার দিকেও খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।