উদ্বেগ বাড়ছে শত্রুপক্ষের, সবার ঘুম উড়িয়ে ১৩ হাজার কোটি টাকার অস্ত্র পেতে চলেছে ভারত

বাংলাহান্ট ডেস্কঃ পড়শি প্রতিবেশি শত্রু দেশ সর্বদা মুখিয়ে রয়েছে হামলার জন্য, বিন্দুমাত্র ফাঁক পেলেই হামলার জন্য প্রস্তুত তাঁরা। এই পরিস্থিতিতে সেনা শক্তিকে আরও বাড়িয়ে তুলতে তৎপর ভারতও (india)। সেই কারণে ‘ডিফেন্স একুইজিশন কাউন্সিল’ (ডিএসি)-র পক্ষ থেকে আরও ১৩ হাজার কোটি টাকার অস্ত্র কেনার প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে।

একদিকে পাকিস্তান (pakistan), অন্যদিকে চীন (china), বর্তমান সময়ে আবার আফগানিস্তানে দাপিয়ে বেড়াচ্ছে তালিবানরা- এসবের মধ্যে নিজের দেশ এবং দেশবাসীকে রক্ষার জন্য সেনা ক্ষমতা বাড়াতে চলেছে ভারত। কিছুদিন আগেই স্পেন থকে ৫৬টি মাঝারি পরিবহণ বিমান কেনার প্রস্তাবে ছাড়পত্র দেওয়ার পর, কিনতে চলেছে আরও ১৩ হাজার কোটি টাকার শক্তিশালী অস্ত্র।

o7fekb8o indian army generic pti

সাধারণভাবে সেনাবাহিনীর জন্য হাতিয়ার কেনার সময়, কাগজপত্র দেখে প্রয়োজনীয় ছাড়পত্র দেয় ‘ডিফেন্স একুইজিশন কাউন্সিল’ বা ডিএসি। বুধবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে বৈঠকে অংশ নিয়ে, সেনাবাহিনীকে মোট ১৩ হাজার ১৬৫ কোটি টাকার হাতিয়ার কেনার প্রস্তাবে সম্মতি দেয় প্রতিরক্ষা মন্ত্রকের এই কাউন্সিল।

সূত্ররে খবর, এই অস্ত্র কেনার ক্ষেত্রে ৮৭ শতাংশ অর্থাৎ প্রায় ১১ হাজার ৪৮৬ কোটি টাকার হাতিয়ার দেশীয় সংস্থাদের থেকেই ক্রয় করা হবে। অর্থাৎ এক্ষেত্রে দেশীয় হাতিয়ার নির্মাতা সংস্থাদের বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এই তালিকায় থাকছে অত্যাধুনিক হেলিকপ্টার থেকে শুরু করে গাইডেড রকেট। থাকবে ২৫টি ALH Mark III হেলিকপ্টারও, যা স্থলসেনার জন্য পণ্য ও জওয়ানদের দ্রুত ময়দানে পৌঁছে দিতে পারবে। বিশেষত, একদিকে চীন এবং অন্যদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে এই অস্ত্র সাহায্য করবে।

Smita Hari

সম্পর্কিত খবর