লতার গান ছেড়ে ‘মানিকে মাগে হিতে’! রানুর সুরের জাদুতে মুগ্ধ নেটপাড়া

বাংলাহান্ট ডেস্ক: চর্চায় আবারো রানু মণ্ডল (ranu mondal)। রানাঘাট স্টেশনে ভবঘুরের জীবন থেকে মুম্বইয়ের বিলাসবহুল জীবনযাত্রা, বিস্ময়ের নাম রানু মণ্ডল। একটি গান গেয়েই যে রাতারাতি তারকা বনে যাওয়া যায় তা প্রমাণ করে দিয়েছিলেন তিনি। তাঁর অবিশ্বাস্য ভাগ্যের পরিবর্তন দেখে চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল সকলেরই। কিন্তু সেসব জৌলুস এখন অতীত। অবস্থা ফের আগের মতোই হয়ে গিয়েছে রানুর।

কিন্তু গান গাইতে ভোলেননি রানু। আগে বরং শুধু লতা মঙ্গেশকরের গানই গাইতেন তিনি। এবার তাঁর কণ্ঠে সিংহলী ভাষার গানও শোনা যাচ্ছে। ঠিক ধরেছেন! ভাইরাল মানিকে মাগে হিতের কথাই বলা হচ্ছে। গানটি নিজেদের মতো করে গাইতে চেষ্টা করেছেন প্রায় সকলেই। তালিকায় এবার যুক্ত হল রানুর নাম।

Ranu Mondal
কিছুদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে রানুর একটি পুরনো ভিডিওতে ইয়োহানির কণ্ঠ বসিয়ে দেওয়া হয়েছিল। কারসাজি ধরতে সময় লাগেনি নেটিজেনদের। এবারে নিজের গলিতেই গান গাইলেন রানু, রেকর্ড করলেন এক ইউটিউবার। রানুর গানের শেষে মুগ্ধ হয়ে প্রশংসাও করতে শোনা গেল তাঁকে।

এর আগে রানুর একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ‍্যাল মিডিয়ায়। একটি সবুজ নাইটি এবং অদ্ভূত মেকআপ করে সুরেলা গলায় সরগম গাইতে দেখা গিয়েছিল তাঁকে। ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল। কিন্তু কিছু মানুষ রানুকে ট্রোল করলেও বেশির ভাগ তাঁকে সমবেদনাই জানিয়েছিলেন।

নেটিজেনদের বক্তব‍্য, রানু মানসিক ভারসাম‍্য হারিয়েছেন সেটা দেখেই বোঝা যাচ্ছে। এমন অবস্থায় শুধুমাত্র ভিডিও ভাইরাল করার জন‍্য ওঁকে এমন ভাবে না সাজালেও হত। কেউ কেউ এই কাণ্ড যে বা যারা করেছেন তাদের শাস্তি কামনা করেছিলেন। আবার কারোর মতে, রানুকে রানুর মতো থাকতে দেওয়া উচিত।


Niranjana Nag

সম্পর্কিত খবর