বাংলাহান্ট ডেস্কঃ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে বাংলার (west bengal) ৩ কেন্দ্রের নির্বাচন। একদিকে চলছে মুশির্দাবাদের সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে বিধানসভা নির্বাচন এবং অন্যদিকে হাইভোল্টেজ ভবানীপুরে চলছে উপনির্বাচন। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটদান প্রক্রিয়া।
সকাল সকালই ভোট কেন্দ্র পরিদর্শনে বেরিয়ে পড়েছিলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। সকাল সাড়ে ৭ টায় একটি কেন্দ্রে গিয়ে প্রিয়াঙ্কা টিবরেওয়াল অভিযোগ করেন, ‘এখানে এরা ভোট দিতে দিচ্ছে না, মেশিন জ্যাম করে রেখেছে। বলছে মেশিন খারাপ আছে। কিন্তু ৬ টা থেকে তো মেশিন চেক করে নেওয়ার উচিৎ ছিল। কিন্তু এখন সাড়ে ৭ টা বেজে গেলেও, তা চেক করার সময় হয়নি’।
আবার নিম্নচাপের জেরে বুধবার বৃষ্টির পরদিনই বৃহস্পতিবার ভবানীপুর কেন্দ্রে নির্বাচন থাকায়, রাত ২ টো পর্যন্ত দাঁড়িয়ে থেকে ভবানীপুর এলাকার জমা জল বের করার কাজের তদারকি করেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (firhad hakim)।
যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষে তিনি বলেছিলেন,’বডিগার্ড লাইনের জমা জল বের করা হচ্ছে। কোথাও জল জমে নেই। ভোটারদের ভোট দিতে যেতে কোন সমস্যা হবে না। বাড়ি থেকে বেরিয়েই তাঁরা সোজা বুথে গিয়ে ভোট দিতে পারবেন’।
এই নির্বাচনের সময় যাতে কোন সমস্যা না হয়, সেজন্য ১৫ কোম্পানি আধা সেনা মোতায়েন করা করে হয়েছে সমস্ত বুথে বুথে। সঙ্গে রয়েছে কলকাতা পুলিশ বাহিনীও। তবে এরই মধ্যে অভিযোগ উঠেছে, মুর্শিদাবাদের ধূলিয়ান পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তথা তৃণমূলের কো-অর্ডিনেটর হাবিবুর রহমানকে হেনস্থা করা হয়েছে। তাঁকে লাথি মারার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনায় শোরগোল পড়ে গেছে ওই এলাকায়।