বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই অনেক সাধ্যসাধনা করে শ্রীময়ীকে (sreemoyee) দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসিয়ে ছিলেন রোহিত সেন। সেই ছোট বেলার প্রেম। কিন্তু এই মধ্য বয়সে এসে কিনা হল বিয়ে। তবে বিয়ে করেও সুখ লেখা নেই রোহিত সেনের কপালে। এখন অনেকেই বলছেন বিয়ে করে নাকি ফেঁসে গিয়েছেন তিনি। তাঁর ও শ্রীময়ীর মাঝে এসে গিয়েছে তৃতীয় ব্যক্তি!
বেশ কিছুদিন আগেই মিটে গিয়েছে শ্রীময়ীর দ্বিতীয় বিয়ে। প্রথমে ফুলশয্যার প্রোমোতে দেখানো হয়েছিল ফুলশয্যার জন্য সুন্দর করে সাজানো হয়েছে খাট। লাল সাদা শাড়ি, চুলে ফুল গুঁজে সেজে মোহময়ী শ্রীময়ী। সাদা পাঞ্জাবিতে হ্যান্ডসাম দেখাচ্ছে রোহিতকেও। কিন্তু ফুলশয্যার দিন কিনা খাটের পাশে দূরে দূরে দাঁড়িয়ে গান গাইছেন রোহিত শ্রীময়ী! ট্রোল শুরু হতে সময় লাগেনি। মধ্য বয়সে বিয়ে দেখাতে পারলে ফুলশয্যার দৃশ্যে এসে গান গাওয়ার কী মানে?
তবে দর্শকদের বেশি দেরি করাননি লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। ফুলশয্যার দৃশ্যে দর্শকদের প্রত্যাশা মতোই খাটে ঘনিষ্ঠ হয়েছেন রোহিত শ্রীময়ী। কলেজ জীবনের প্রেমকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আবেগে জড়িয়ে ধরেছেন রোহিত সেন। চুম্বন চিহ্ন এঁকে দিয়েছেন শ্রীময়ীর কপালে। আর এদিকে যারা এতক্ষণ ট্রোল করছিলেন তারা বিরক্ত হয়েছেন। সিরিয়ালে এমন অন্তরঙ্গ দৃশ্য দেখালে অস্বস্তিতে পড়তে হয় বলে মন্তব্য করেছেন অনেকেই।
সেসব ট্রোলের পর্ব মিটতে না মিটতেই আবারো একপ্রস্থ ট্রোল হয়েছে শ্রীময়ী। এবারে সিরিয়ালের নাম বদলে ন্যাকাময়ী রাখার দাবি জানিয়েছে দর্শকেরা। বিয়ে ফুলশয্যা সবকিছু মিটে গিয়েছে। কিন্তু রোহিত সেনের সঙ্গে সংসার করার বদলে শ্রীময়ী বারবার ফিরে আসছে নিজের পুরনো সংসারে। আর অপমানিত হচ্ছে প্রাক্তন শাশুড়ির কাছে।
আসলে সিরিয়ালে এখন দেখানো হচ্ছে শ্রীময়ীর প্রাক্তন শ্বশুরমশাই অসুস্থ। তাঁকে নিজের বাবার মতোই ভালবাসত শ্রীময়ী। একটি বার শ্বশুরমশাইকে দেখার জন্য ছুটে আসে সে। পেছন পেছন রোহিত সেন। কিন্তু দুজনকে একসঙ্গে দেখেই তেলে বেগুনে জ্বলে ওঠে শ্রীময়ীর প্রাক্তন শাশুড়ি পত্রলেখা। তাঁর কাছে হাতজোড় করে ঢোকার অনুমতিও চায় শ্রীময়ী।
কিন্তু দর্শকদের বক্তব্য, শ্বশুরমশাই নয় আসলে প্রাক্তন স্বামী অনিন্দ্যকে দেখার জন্যই এত ছটফটানি শ্রীময়ীর। এমনকি রোহিত সেনের সঙ্গে তার আগের ঘনিষ্ঠতাটাও উধাও হয়ে গিয়েছে। তৃতীয় ব্যক্তি হিসেবে দুজনের মাঝে প্রবেশ করেছে অনিন্দ্য। আর এতেই চটেছে দর্শকেরা। তাদের প্রশ্ন, অনিন্দ্যকেই যদি এখনো ভালবাসে শ্রীময়ী তাহলে রোহিতকে বিয়ে করা কেন? এখন তার নতুন সংসার হয়েছে সেদিকে মন দেওয়া উচিত। এমনকি চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়কেও আবেদন করেছে দর্শকবৃন্দ।