ট্রেনের জন্য আর করতে হবে না দীর্ঘক্ষণ অপেক্ষা, নিত্যযাত্রীদের জন্য বড় উদ্যোগ ভারতীয় রেলের

বাংলাহান্ট ডেস্কঃ ট্রেনের (tarin) জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করা, এটা যেন স্বাভাবিক নিয়মের মধ্যেই পড়ে। তবে করোনা কালে কম সংখ্যাক ট্রেন চলায়, তা বেশকিছুটা সময় মেইনটেইন করেই চলতে দেখা যাচ্ছে। তবে অনেক সময় অনেক ট্রেন বাতিল হল, কিংবা ট্রেনের গন্তব্য বদলে গেলে, তা আগে থেকে জানার উপায় থাকে না যাত্রীদের।

বর্তমান সময়ে যাত্রীদের এই সমস্যার সমাধান করতে এক বিশেষ পদক্ষেপ নিয়েছে রেলের। লোকাল ট্রেনের খুঁটিনাটি জানার জন্য আগে যাত্রীরা ব্যবহার করতেন ‘হোয়ার ইজ ইওর ট্রেন’ অ্যাপ। তবে এটি রেলের নিজস্ব অ্যাপ না হওয়ায়, সঠিক তথ্য না মেলায় অনেক সময় নানা সমস্যার সম্মুখীন হতে হত যাত্রীদের।

1633004364 train inside 1

তবে করোনা আবহে আরও একটি অ্যাপ বের করেছে রেল, যা সম্পূর্ণ রেলের নিজস্ব। ‘শিয়ালদহ সাবার্বান ট্র্যাকিং সিস্টেম’ এই অ্যাপে বর্তমান সময়ে শিয়ালদহ শাখায় যা যা ট্রেন চলছে, সবকিছুর বিষয়ে বিশদে জানা যাচ্ছে। তবে এই অ্যাপেকে এবার আরও বেশ কিছুটা আপডেট করছে রেল।

যদি কোনও ট্রেন বাতিল হয় কিংবা যাত্রা মাঝপথে যাত্রা শেষ হয়, তাহলে সেই ট্রেনের বিষয়ে আগাম তথ্য পৌঁছে যাবে এই অ্যাপ ব্যবহারকারীর কাছে। নোটিফিকেশন পেয়ে যাত্রী আগে থাকতেই ট্রেনের বিষয়ে সমস্তটা জানতে পারবেন। যার ফলে রাস্তায় বেরিয়ে তাঁকে আর কোন সমস্যায় পড়তে হবে না।

1633004425 train inside 2

আপাতত শিয়ালদহ শাখায় এই পরিষেবা মিললেও, পরবর্তীতে অন্যান্য শাখাও এই পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল। সেইসঙ্গে বেশকিছু ব্যস্ত স্টেশনে থাকবে লাইভ ডিসপ্লে বোর্ডও। যার ফলে সেই ডিসপ্লে বোর্ড দেখে যাত্রীরা সহজেই ট্রেনের অবস্থান সম্পর্কে জানতে পারবেন। যা ইতিমধ্যেই শিয়ালদহ ছাড়াও যাদবপুর, টালিগঞ্জ, লেক গার্ডেন্স স্টেশনে এই ‘লাইভ লোকেশন’র বোর্ড বসানো হয়ে গিয়েছে। ধীরে ধীরে অন্যান্য স্টেশনেও এই ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিচ্ছে রেল।

Smita Hari

সম্পর্কিত খবর