‘আমাকে ক্ষমা কোরো’, বাবা মাকে চিঠি লিখে আত্মঘাতী বছর পঁচিশের অভিনেত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দুঃসময় চলছে অভিনয় ইন্ডাস্ট্রির। একের পর এক মৃত‍্যু হয়েই চলেছে রূপোলি স্বপ্নের দুনিয়ায়। বৃহস্পতিবার বেঙ্গালুরুর বাড়ি থেকে উদ্ধার হয় জনপ্রিয় কন্নড় ছবির অভিনেত্রী সৌজন‍্যর (soujanya) মৃতদেহ। পরিবারের জন‍্য একটি সুইসাইড নোট আত্মহত‍্যা করেছেন তিনি। ঘটনায় শোকের ছায়া নেমেছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

সুইসাইড নোট থেকে জানা যাচ্ছে মানসিক অবসাদে ভুগছিলেন সৌজন‍্য। সেই কারণেই এমন চরম সিদ্ধান্ত নিলেন তিনি। চার পাতার একটি সুইসাইড নোট লিখে আত্মহত‍্যা করেন সৌজন‍্য। সুইসাইড নোটে বারে বারে নিজের বাবা মা ও পরিবারের অন‍্যান‍্য সদস‍্যদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন প্রয়াত অভিনেত্রী।


আরো যেটা জানা যাচ্ছে, তিন দিন আগেই লেখা হয়ে গিয়েছিল এই সুইসাইড নোট। এই তিন দিন ধরে সৌজন‍্য আত্মহত‍্যার পরিকল্পনাই করছিলেন বলে সন্দেহ পুলিসের। কিন্তু কোনো রকম সাহায‍্য প্রার্থনা করতে দেখা যায়নি অভিনেত্রীকে।

সুইসাইড নোটে সৌজন‍্য লিখেছেন, ‘আমিই দায়ী সবকিছুর জন‍্য। আমার পরিবার, আমাকে ক্ষমা কোরো। আমি প্রতিজ্ঞা করেছিলাম এমন বোকামো জীবনেও করব না কিন্তু এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। ভেতর থেকে আমি শেষই হয়ে গিয়েছিলাম। প্রতিদিন আমার অবস্থা আরো খারাপ হচ্ছিল। নিজেকে কখনোই এমন দেখিনি আমি।’ সুইসাইড নোটে নিজের আসল নামও লিখেছেন সৌজন‍্য।

বেঙ্গালুরু শহরতলিতে একটি আবাসনে থাকতেন বছর পঁচিশের সৌজন‍্য। সেখানেই ঝুলন্ত অবস্থায় মেলে তাঁর দেহ। ছোটপর্দা বড়পর্দা দু জায়গাতেই কাজ করেছেন তিনি। এই ঘপনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে দিয়েছে কুম্বালাগোডু পুলিশ।

সম্পর্কিত খবর

X