বাংলা হান্ট ডেস্কঃ ভারত-অস্ট্রেলিয়া মহিলা দল এই মুহূর্তে মুখোমুখি হয়েছে গোলাপি বলের লড়াইয়ে। কার্যত বেশ কয়েক বছর পর ফের একবার সাদা জার্সিতে মাঠে নেমেছেন ঝুলন-মিতালী-মান্ধানারা। তবে ফের একবার এই অগ্নিপরীক্ষায় দুরন্ত লড়াইয়ের ছাপ রেখে গেলেন স্মৃতি মান্ধানা। প্রথমবার গোলাপি বলের বিরুদ্ধে খেলতে নেমেই অস্ট্রেলিয়ার মতো দুরন্ত পেস অ্যাটাকের বিরুদ্ধে অসামান্য একটি সেঞ্চুরি উপহার দিলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, মান্ধানা এই নিয়ে মাত্র চারটি টেস্ট খেলেছেন ভারতের হয়ে।
নিজের অভিষেক টেস্টেই হাফ সেঞ্চুরি করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন টেস্ট হোক বা ওয়ানডে চ্যালেঞ্জ নিতে তৈরি তিনি। এবারও ঠিক একই রকম আক্রমণাত্মক মুডে দেখা গেল ভারতীয় দলের এই ওপেনারকে। একই সঙ্গে বিরাট কোহলির রেকর্ডও ছুঁয়ে ফেললেন তিনি, ভারতের হয়ে পিঙ্ক বল টেস্টে প্রথম সেঞ্চুরি করেন বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে ইডেন গার্ডেনসে ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। মহিলাদের ক্রিকেটে সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন মান্ধানা। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে গোলাপি বল টেস্টে সেঞ্চুরি করলেন তিনি।
প্রথমে তো রীতিমত আক্রমণাত্মক ক্রিকেট খেলেছিলেন এই ক্রিকেটার। মাত্র ৫০ বলেই নিজের অর্ধশত রান পূর্ণ করেন তিনি। এমনকি ডারসি ব্রাউনের বলে একই ওভারে চারটি চার মেরে কার্যত অস্ট্রেলিয়ানদের কোমর ভেঙে দিতেও দেখা যায় তাকে। শেষ পর্যন্ত ১৭০ বলে ১৮ টি চার ও একটি ছয়ের সাহায্যে নিজের শতরান পূর্ণ করেন এই ব্যাটার৷ তার ১২৭ রানের ইনিংসের দৌলতেই এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল অবস্থানে রয়েছে ভারতীয় দল।
এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে এখনও পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করেছে মিতালী বাহিনী। স্মৃতির পর শেফালী, মিতালী, পুনম প্রত্যেকেই ভালো শুরু করেছিলেন ঠিকই, কিন্তু নিজেদের ইনিংসকে বড় ইনিংসে রূপান্তরিত করতে পারেননি কেউই। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনো যে লড়াইয়ে টিকে রয়েছে টিম ইন্ডিয়া তার একটি বড় কারণ স্মৃতি মান্ধানা।