বাংলাহান্ট ডেস্ক: নেটদুনিয়ায় ট্রেন্ডিংয়ে এখন একটাই ভিডিও। হেন কোনো মিম বিশারদ হয়তো বাকি নেই যে এই ভিডিও নিয়ে মিম বানাননি। বুঝে গিয়েছেন নিশ্চয়ই কোন ভিডিওর কথা বলা হচ্ছে? পুজোর ঠিক আগে আগে শরতের আকাশ দেখে তাতা থৈ থৈ ছন্দে নেচে উঠেছেন শোভন-বান্ধবী অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায় (baishakhi banerjee)। আর তাঁর সেই নাচ দেখেই নতুন ‘মিম মেটিরিয়াল’ পেয়ে গিয়েছেন নেটনাগরিকরা।
সম্প্রতি একটি মিডিয়া হাউজের পুজোর ফ্যাশন ভিডিওর জন্য উপস্থিত হয়েছিলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। টুইনিং করে সেজে ফটোশুট তো করেছেনই। সেই সঙ্গে লোপামুদ্রা মিত্রের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত ‘মম চিত্তে নিতি নৃত্যে’র তালে শোভনকে ঘিরে ঘিরে নাচতেও দেখা গিয়েছে বৈশাখীকে।
এই ভিডিও নিয়ে ইতিমধ্যেই নাম না করে কটাক্ষ করেছেন খোদ গানটির গায়িকা লোপামুদ্রা মিত্র। ট্রোল ভিডিও বানিয়েছেন ইউটিউবার স্যান্ডি সাহা। এবার মুখ খুললেন আরো এক গায়িকা ইমন চক্রবর্তী (iman chakraborty)। সঙ্গীত জগতে অত্যন্ত জনপ্রিয় নাম ইমন। জাতীয় পুরস্কারজয়ী শিল্পী তিনি। তেমনি গানের পাশাপাশি উচিত কথাটাও বলতে ছাড়েন না ইমন
এবারেও যেমন কটাক্ষ ছুঁড়ে বলেছেন, মম চিত্তের জন্য দুঃখ হচ্ছে তাঁর। নিজের ফেসবুক হ্যান্ডেলে ইমন লিখেছেন, ‘মম চিত্তের জন্য কষ্ট হচ্ছে… আহা রে গানটা’। হঠাৎ এমন পোস্ট কেন তা নিয়ে কোনো মন্তব্যই করেননি গায়িকা। কিন্তু কারোর বুঝতে কোনো অসুবিধাই হয়নি।
এর আগে সোশ্যাল মিডিয়ায় লোপামুদ্রা লিখেছেন, ‘এতদিনের গান গাওয়া আজ সার্থক হল’। ব্যস, এতটুকুই। কিন্তু যার যা বোঝার সে সেটা বুঝে গিয়েছে। কমেন্ট করেছেন রাঘব চট্টোপাধ্যায় এবং সুমন বন্দ্যোপাধ্যায়। হাসির বন্যা লোপামুদ্রার পোস্টেও। নাম না করে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ করেছেন অভিনেতা জয়জিৎ ব্যানার্জীও। তিনি লিখেছেন, ‘কি লাচ লাচলো গো এ রবীন্দ্র নেত্ত??!! উরিবাব্বা’।