আম্পায়ার নট আউট দেওয়ার সত্বেও খেলোয়াড়ি মানসিকতা দেখিয়ে মাঠ ছাড়লেন পুনম, দৃশ্য দেখে মুগ্ধ সমর্থকরা

বাংলা হান্ট ডেস্কঃ অস্ট্রেলিয়ায় এখন গোলাপি বলের লড়াইয়ে অগ্নিপরীক্ষা দিচ্ছে ভারতীয় দল। আপাতত দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটের বিনিময় ২৭৬ রান সংগ্রহ করেছে তারা। মূলত স্মৃতি মান্ধানার দুরন্ত শতরানের দৌলতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখন মোটামুটি বড় রানের স্বপ্ন দেখছে ভারত। কিন্তু এই ম্যাচেরই আরও একটি ভিডিও এখন রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। ভারতীয় মহিলা দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার পুনম রাউত এই ম্যাচে সুন্দর ফর্মে ছিলেন।

তিন নম্বরে ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানার সঙ্গে গুরুত্বপূর্ণ ১০২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তিনি। কিন্তু মাত্র ৩৬ রানে তার ইনিংস শেষ হয়ে গেলেও অসাধারণ স্পোর্টসম্যান স্পিরিটের নমুনাও রেখে গেলেন তিনি। ম্যাচের ৮১ তম ওভারে অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার সোফি মোলিনেক্সের বলে কট বিহাইন্ড হন তিনি। অর্থাৎ তার ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় উইকেটরক্ষক অ্যালিসা হিলির গ্লাভসে।

যদিও অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা আবেদন করা সত্ত্বেও আম্পায়ার এই আবেদন নাকচ করে দেন। কিন্তু ঠিক এই সময়ে সকলকে অবাক করে খেলোয়াড়ি মানসিকতা দেখিয়ে মাঠ ছেড়ে প্যাভেলিয়নের দিকে হাঁটতে শুরু করেন পুনম রাউত। ফলে ১৬৫ বলে তিল তিল ধৈর্য দিয়ে গড়ে তোলা তার ৩৬ রানের ইনিংস শেষ হয়ে যায় অচিরেই। প্রসঙ্গত উল্লেখ্য অস্ট্রেলিয়া এবং ভারতের এই টেস্টে ডিআরএসের ব্যবহার ছিলনা। অর্থাৎ পুনম যদি ক্রিজে দাঁড়িয়ে থাকতেন তাহলে আম্পায়ারের সিদ্ধান্ত অনুযায়ী নট আউটই থেকে যেতেন তিনি।

https://twitter.com/cricketcomau/status/1443824171117539328?s=19

কিন্তু পুনম মাঠ ছেড়ে চলে যাওয়ায় এদিন অসাধারণ খেলোয়াড়ি মানসিকতার পরিচয় দিলেন তিনি। এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন ধারাভাষ্যকার সাবা করিমও। অতীতে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের বারবারই দেখা গিয়েছে, আম্পায়ার ভুল সিদ্ধান্ত নিয়েছেন জেনেও মাঠ ছাড়েননি তারা। এর কার্যত বড় উদাহরণ ছিল ২০০৭ সালের সিডনি টেস্ট। তবে এবার তাদের দেশেই পুনম বুঝিয়ে দিলেন একজন খেলোয়াড়ের মানসিকতা সঠিকভাবে কি হওয়া উচিত।

 

Abhirup Das

সম্পর্কিত খবর