চীনকে ঝটকা দিয়ে ভারতের সঙ্গে ৫২০০ কোটি টাকার চুক্তি করল শ্রীলঙ্কা

বাংলা হান্ট ডেস্কঃ বড় সাফল্য পেল ভারত (india)। ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রতিপত্তির মোকাবিলা করতে এবার ভারতের সাথ দিল শ্রীলঙ্কা (sri lanka)। অবশেষে নয়াদিল্লীর সঙ্গে ৭০ কোটি ডলারের বন্দর চুক্তি স্বাক্ষর করল কলোম্ব। আদানি গোষ্ঠীর সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করল ‘শ্রীলঙ্কা পোর্ট অথরিটি’।

শ্রীলঙ্কায় রাজনৈতিক পালাবদল হওয়ার পর থেকেই চীনের উপর নির্ভরতা কমানোর একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছিল। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হওয়ার পর গোটাবায়া ২০১৯-এর ডিসেম্বরে ভারত সফরে এসে তিনি চীনের উপর নির্ভরতা কমানোর এবং ভারসাম্যের পথে হাঁটার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

slindia

প্রসঙ্গত, গোটাবায়ার দাদা মাহিন্দা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট থাকাকালীন চীনের আরও কাছাকাছি আসতে শুরু করেছিল। সেই সময় কলম্বোয় চিনা উদ্যোগে পোর্ট সিটি প্রকল্প নিয়ে ভারতের কোন আপত্তিকে আমলই দেননি তিনি। উলটে হাম্বনটোটা বন্দর চীনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থাও করেছিলেন।

সেই পরিস্থিতির বদল ঘটায়, অর্থাৎ শ্রীলঙ্কায় রাজনৈতিক পালাবদল হওয়ার পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর হতে শুরু করে। চীনের উপর ধীরে ধীরে নির্ভরতা কমাতে শুরু করে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত বেজিং-র চাপ এড়িয়ে ভারত মহাসাগরীয় অঞ্চলে চিনের ক্রমবর্ধমান প্রতিপত্তির মোকাবিলা করে ভারতের সঙ্গে চুক্তি করল শ্রীলঙ্কা। কলোম্ব প্রায় ৫,২০০ কোটি টাকার বন্দর চুক্তি করল নয়াদিল্লীর সঙ্গে।

Smita Hari

সম্পর্কিত খবর