বাংলাহান্ট ডেস্কঃ কে আগে স্বাগত জানাবে, এই নিয়ে বচসার সূত্রপাত হয় তৃণমূলের কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে। বচসা হাতাহাতিতে গড়াতেই, সাংবাদিক সম্মেলনে বিঘ্ন ঘটে শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay)। অবশেষে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়কে মাঠে নামতে হয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য।
এই ঘটনায় তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্ধই প্রকাশ্যে এসেছে। যার ফলে উপনির্বাচনের মুখে ফের কিছুটা অস্বস্তিতে পড়তে হল শাসক দলকে, প্রকাশ্যে এল তাঁদের গোষ্ঠী দ্বন্ধ।
গত বিধানসভা নির্বাচনে খড়দহে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন কাজল সিনহা এবং অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছিলেন শীলভদ্র দত্ত। কিন্তু আগে থাকতেই করোনা আক্রান্ত হওয়ার কারণে, নির্বাচন সম্পন্ন হওয়ার আগেই, অর্থাৎ ফলাফল ঘোষণার আগের দিন মারা যান কাজল সিনহা।
খড়দহে তৃণমূলের প্রার্থী মারা গেলেও, নির্বাচনের ফলাফলে দেখা যায় শীলভদ্র দত্তকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন কাজল সিনহা। সেই কারণে ৩০ শে অক্টোবর সেখানে উপনির্বাচনের দিন নির্ধারণ হয়েছে। সেই কারণে সেখানে প্রচারে গিয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। আর গিয়েই পড়তে হয় মহা বিপত্তিতে।
এদিন খড়দহ বাজারে শোভনদেববাবুর তৃণমূলের নির্বাচনী কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে শোরগোল বেঁধে যায়। কারা আগে তাঁকে স্বাগত জানাবেন এই নিয়ে বচসা থেকে হাতাহাতি বেঁধে যায় দুই দলের মধ্যে। এই ঘটনায় সাংবাদিক সম্মেলনে কিছুটা বিঘ্নও ঘটে শোভনদেব চট্টোপাধ্যায়ের। তাঁদের থামতে বললেও, তাঁর শোনে না।
পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই আসরে নামেন সৌগত রায়। শেষমেশ স্থানীয় এক নেতাকে তাঁদের সকলকে চুপ করতে বলেন তিনি।