বাংলাহান্ট ডেস্কঃ ভবানীপুরে (bhabanipur) গণনা হবে ২১ রাউন্ড। প্রথম রাউন্ডের পোস্টাল ব্যালটের গণনা শেষে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের শেষে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যবধান ২৫০০।
আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। একদিকে চলছে মুশির্দাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে এবং অন্যদিকে চলছে ভবানীপুরে ভোট গণনা। তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) বিরাট ব্যবধানে নির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
এবিষয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্য়ায় বড় মার্জিনে জয়ী হবেন। প্রায় ৫০ থেকে ৮০ হাজার ভোটে জিতবেন তিনি’।
অন্যদিকে ফল প্রকাশের পর রাজ্যে হিংসাত্মক পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কায় রয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। ইতিমধ্যেই এই আশঙ্কা করে প্রিয়াঙ্কা টিবরেওয়াল চিঠি দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং কলকাতার পুলিশ কমিশনারকে।
তিনি বলেন, ‘শেষবার নির্বাচন শেষে সন্ত্রাসের কারণে বাংলার সম্মান নষ্ট হয়েছিল। সেই কারণে এবার আগে থাকতে আদালতের দ্বারস্থ হয়েছি’।