মাত্র উনত্রিশ বছরেই প্রয়াত ‘যোধা আকবর’ খ‍্যাত অভিনেত্রী, মাতৃহারা এক বছরের দুধের শিশু

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিনোদন জগতে আবারো মৃত‍্যু। প্রয়াত হলেন হিন্দি টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী মনীষা যাদব (manisha yadav)। শুক্রবার মাত্র উনত্রিশ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করলেন তিনি। শোনা যাচ্ছে, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েই মৃত‍্যু হয়েছে তাঁর। মাত্র এক বছরের এক ছোট্ট শিশু সন্তান রয়েছে অভিনেত্রীর।

বালাজি টেলিফিল্মসের জনপ্রিয় শো ‘যোধা আকবর’এ মুঘল সম্রাটের এক স্ত্রী সালিমা বেগমের চরিত্রে অভিনয় করেছিলেন মনীষা। তাঁর সহ অভিনেত্রী পরিধি শর্মা, যিনি যোধার চরিত্রে অভিনয় করেছিলেন এ খবরের সত‍্যতা স্বীকার করেন। মনীষার আকস্মিক মৃত‍্যুর খবরে সোশ‍্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন তিনি।


গোটা ঘটনায় অত‍্যন্ত বিস্মিত পরিধি। এখনো বিশ্বাস করে উঠতে পারছেন না মনীষার মৃত‍্যুর খবর। তিনি জানালেন, ওই শোয়ের সমস্ত মহিলা অভিনেত্রীদের নিয়ে তৈরি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই এ খবর পান তিনি। পরিধি জানালে শো শেষ হওয়ার পরে আর তেমন যোগাযোগ ছিল না তাঁর মনীষার সঙ্গে। কিন্তু গ্রুপের মাধ‍্যমে টুকটাক কথাবার্তা চলত তাঁদের।

প্রয়াত মনীষার এক ছোট্ট সন্তান রয়েছে। মাত্র এক বছর বয়স শিশুটির। সোশ‍্যাল মিডিয়ায় প্রায়ই সন্তানের ছবি শেয়ার করতেন তিনি। পরিধির চিন্তা ওই দুধের শিশুকে নিয়ে। মায়ের আকস্মিক মৃত‍্যুর পর একরত্তির কী হবে সেই চিন্তাই কুরে কুরে খাচ্ছে তাঁকে।

সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে পর্দার যোধা বলেন, “মনীষার এনার্জি সবসময় বেশি থাকত। সেট মাতিয়ে রাখতেন তিনি। এত প্রাণবন্ত ছিলেন। শুটে খুব মজা করতাম আমরা। ওঁর মৃত‍্যুসংবাদে মন ভেঙে গিয়েছে আমাদের। আরো দুঃখের বিষয় মনীষার মাত্র এক বছরের ছোট্ট সন্তান রয়েছে। ওঁর পরিবারকে সমবেদনা জানাই।”

সম্পর্কিত খবর

X