বাংলাহান্ট ডেস্ক: প্রয়াত হলেন অভিনেতা মনোজ বাজপেয়ীর (manoj bajpayee) বাবা আর কে বাজপেয়ী। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শেষমেষ রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতার বাবা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ছবির শুটিং বন্ধ করে দিল্লি রওনা দেন মনোজ। সেখানেই হয়েছে তাঁর বাবার শেষকৃত্য।
অভিনেতার মুখপাত্র এদিন জানান, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মনোজ বাজপেয়ীর বাবা। খবর পাওয়া মাত্রই দিল্লি ছুটেছেন অভিনেতা। কেরলে আগামী ছবির শুটিং করছিলেন তিনি। দিল্লিতে রবিবার দুপুর নাগাদ মনোজ বাজপেয়ীর বাবার শেষকৃত্য হওয়ার কথা বলে জানান তাঁর মুখপাত্র।
দু সপ্তাহ আগেই দিল্লির এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেতার বাবাকে। সে সময়েও বাবাকে দেখতে দিল্লি ছুটে গিয়েছিলেন মনোজ। এদিন পরিচালক অবিনাশ দাস অভিনেতার সঙ্গে তাঁর বাবার একটি ছবি শেয়ার করে খারাপ খবর দেন। জানান, আর কে বাজপেয়ী খুব ভাল মানুষ ছিলেন। তাঁর সঙ্গে কাটানো মুহূর্তগুলি চিরদিন মনে থাকবে।
বেশ কিছুদিন আগে কামাল আর খানের সঙ্গে ঝামেলাম জড়িয়ে চর্চায় উঠে এসেছিলেন মনোজ বাজপেয়ী। ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ অভিনেতাকে ‘গাঁজাখোর’ এর তকমা দিয়েছিলেন কামাল আর খান। মনোজ অভিনীত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান টু’ এর রিভিউয়ে অভিনেতাকে ‘চরস ও গাঁজাখোর’ বলে কটাক্ষ করেছিলেন এই স্বঘোষিত ফিল্ম সমালোচক। এর উত্তরেই পালটা মানহানির মামলা দায়ের করেন অভিনেতা।
ইন্দোরের এক আদালতে কামাল আর খানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন মনোজ বাজপেয়ী। তাঁর অভিযোগ, কামালের এমন মন্তব্যে তাঁর ভাবমূর্তি নষ্ট হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির মামলা দায়ের হয় কামাল আর খানের বিরুদ্ধে।