বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে কেউই নিজের স্বার্থ ছাড়া একপাও চলে না। গোটা পৃথিবীটাই যেন ‘দেওয়া নেওয়া’র উপর নির্ভর করে চলছে। জাতীয় হোক আন্তর্জাতিক স্তর সর্বক্ষেত্রেই এই দেওয়া নেওয়ার পালা চলতেই থাকে। এই তালিকায় বিশেষত চীনের (china) নাম থাকে সর্বপ্রথম, যারা নিজেদের স্বার্থ ছাড়া একপদক্ষেও চলতে পারে না।
বর্তমান সময়ে অস্ট্রেলিয়ার (australia) সঙ্গে কিছুটা এরকমই ব্যবহার করছে চীন সরকার। অস্ট্রেলিয়ায় সঙ্গে চীনের সম্পর্কের সমীকরণে কিছুটা সমস্যা থাকায়, অস্ট্রেলিয়াকে কিছুটা চাপে ফেলতে চেয়েছিল চীন। অস্ট্রেলিয়া থেকে কয়লা কেনা নিষিদ্ধ করেছে চীন। যার ফলে কয়েক মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়তে হয়েছে অস্ট্রেলিয়াকে।
অন্যদিকে, চীনের গুদামে পড়ে থাকা লক্ষ লক্ষ টন কয়লা, রক্ষণাবেক্ষণের খরচও দিত অস্ট্রেলিয়া। যার ফলে কোটি কোটি টাকা নষ্ট হয়েছে অস্ট্রেলিয়া সরকারের। এই পরিস্থিতিতে একদিকে কয়লা কেনা বন্ধ করে দেওয়া এবং তারউপর চীনের কারখানায় থাকা অস্ট্রেলিয়ার কয়লা রক্ষণাবেক্ষণের জন্য অর্থ খরচ করে কিছুটা সংকটে পড়ে যায় অস্ট্রেলিয়া।
এই পরিস্থিতিতে বন্ধু দেশের পাশে দাঁড়াল আরও এক প্রকৃত বন্ধু দেশ। ভারত (india) সরকার সিদ্ধান্ত নিয়েছে, অস্ট্রেলিয়ার সমস্ত কয়লা কিনে নেবে। সেই মতই ভারতের বড় বড় কোম্পানি এগিয়ে গিয়ে অস্ট্রেলিয়ার এই সব কয়লা কিনে নেয়। যা অস্ট্রেলিয়ার বাজারকে এক নতুন প্রাণ দিয়েছে। আর এর ফলে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যেকার বন্ধুত্বের সম্পর্ক আরও জোরদার হয়েছে। এই বিষয়কে ভারত সরকারের এক আক্রমনাত্মক কূটনীতির উদাহরণ বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।