বাংলা হান্ট ডেস্কঃ আর কিছুদিনের মধ্যেই আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। একদিকে যেমন দলে রবীচন্দ্রন অশ্বিনের অন্তর্ভুক্ত ছিল সবচেয়ে বড় খবর তেমনই একটি বড় খবর ছিল যুজবেন্দ্র চাহালকে দলে অন্তর্ভুক্ত না করা। তার জায়গায় নির্বাচকরা প্রাধান্য দিয়েছিলেন তরুণ লেগস্পিনার রহুল চাহারকে।
নির্বাচকদের যুক্তি ছিল, ভারতীয় দলে এমন একজন লেগ স্পিনার দরকার যিনি দ্রুতগতিতে বল করতে পারেন, সেই সূত্র ধরেই চাহালের থেকে দ্রুতগতির বোলার রহুল চাহারকে জায়গা দেওয়া হয়েছে। কিন্তু এবারের আইপিএলে দুজনের পারফরম্যান্স দেখে এখন অনেকেই মনে করছেন হয়তো পরবর্তী ক্ষেত্রে চাহালকে দলের না রাখার জন্য হাত কামড়াতে হতে পারে নির্বাচকদের।
গত ম্যাচেই পাঞ্জাবের বিরুদ্ধে মাত্র ২৯ রান দিয়ে তিন তিনটি উইকেট তুলে নেন চাহাল। তার শিকারের মধ্যে ছিলেন মায়াঙ্ক আগারওয়াল নিকোলাস পুরানদের মত খেলোয়াড়রাও। শুধু এই ম্যাচেই নয় গত বেশ কয়েকটি ম্যাচ ধরেই আরসিবির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে আসছেন এই ভারতীয় লেগ স্পিনার। অন্যদিকে একদিকে যেমন মুম্বাই এই মরশুমে তেমন ফর্মে নেই তেমনি রহুল চাহারকেও খেলতে ততখানি কষ্ট হচ্ছে না ব্যাটসম্যানদের।
১০ অক্টোবর পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে বিশ্বকাপের দলে। সেক্ষেত্রে চাহালের বর্তমান ফর্ম যে তাকে ওয়াইল্ড কার্ড এন্ট্রির বড় দাবিদার করে তুলবে এ নিয়ে কোন সন্দেহ নেই। ইতিমধ্যেই প্রাক্তন খেলোয়াড় থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞ সকলেই চাহালকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, অধিনায়ক বিরাট কোহলির পছন্দের খেলোয়াড়দের মধ্যেই রয়েছেন এই তরুণ লেগস্পিনার। উল্লেখ্য, এবারের আইপিএলে এখনও অবধি ১২ ম্যাচে ১৪ টি উইকেট শিকার করেছেন চাহাল।