কোনও পারস্পরিক বোঝাপড়া নেই, ইচ্ছেমতো তদন্ত চলছে! ভোট পরবর্তী হিংসা মামলায় ধমক দিল আদালত

বাংলা হান্ট ডেস্কঃ আগেই ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (calcutta high court )। আর এবার সেই তদন্ত প্রক্রিয়া নিয়ে আদালতে প্রশ্নের মুখে পড়ল রাজ্যের গঠিত স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (SIT)।

সোমবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চে ভোট পরবর্তী হিংসার মামলায় রিপোর্ট জমা করে সিট। এই সময়ে আদালতে উপস্থিত ছিলেন সিটের দুই সদস্য আইপিএস রণবীর কুমার ও সুমন বালা সাউ। এছাড়াও ছিলেন পুলিশের কমিশনার।

আদালতে সিট দ্বারা রিপোর্ট জমা করার পর প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সিটকে স্পষ্ট ভাষায় জানায় যে, ‘আপনাদের কাজ তদন্ত করা। আপনারা শুধু সেটাই চালিয়ে যান। আপনাদের আদালতে এসে ব্যক্তিগতভাবে হাজিরা দেওয়ার কোনও দরকার নেই।”

সিটের রিপোর্টের পর আদালতের পর্যবেক্ষণে উঠে আসে যে, ভোট পরবর্তী হিংসা মামলায় তদন্ত প্রক্রিয়ায় পাস্পরিক বোঝাপড়া বলতে কিছুই নেই। সম্পূর্ণ ইচ্ছেমতো ভাবে তদন্ত চালানো হচ্ছে।

প্রধান বিচারপতি রাজেশ বিন্দল প্রশ্ন করেন, ‘ভোট পরবর্তী হিংসার মামলায় তদন্তের জন্য যেই অফিসারদের নিযুক্ত করা হয়েছে, তাঁদের দায়িত্ব কে দিয়েছে? রাজ্য না সিট?” প্রধান বিচারপতির প্রশ্নে রাজ্যের তরফ থেকে জানানো হয় যে, উভয়পক্ষের মতামতেই অফিসারদের নিয়োগ করা হয়েছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর