বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে বড় সমস্যার মধ্য দিয়ে চলেছে পাক ক্রিকেট। বিশেষত রামিজ রাজা বোর্ডের চেয়ারম্যান পদে আসার পর থেকেই তাকে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। একদিকে যেমন পাকিস্তানে আসার পরেও সিরিজ বাতিল করেছে নিউজিল্যান্ড তেমনি সফর বাতিল করেছে ইংল্যান্ডও। যার ফলে পাক বোর্ডকে বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এমতাবস্থায় ক্রিকেট যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাই পিসিবির কর্মীদের খরচ কমানোর নির্দেশ দিলেন রাজা।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে পিসিবির কর্মীদের সঙ্গে কথা বলেন বোর্ড প্রধান। যারা মোটা অঙ্কের বেতন পাচ্ছেন সেইসব কর্মীদের সাথে আলাদা ভাবে কথা বলেন তিনি। তিনি জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছ থেকে তিনি শিখেছেন কিভাবে সংস্থাগত খরচ কমানো যায়, আর সেটাই তিনি এখানেও লাগু করতে চান।
কর্মীদের উদ্দেশ্যে তিনি পরিষ্কার জানান, যদি দল এক নম্বর পজিশনে না পৌঁছায় তাহলে পিসিবি এবং তার এত কর্মী থাকার কোন মানে নেই। তার মতে, সকলের লড়াই হওয়া উচিত পাকিস্তান ক্রিকেটকে আরও ভালো করার জন্য। সেই সূত্র ধরেই ঘরোয়া ক্রিকেটের পিচ আরও ভালো করার নির্দেশ দেন রামিজ রাজা। একইসঙ্গে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গেও কথা বলেছেন তিনি তাদেরকেও উজ্জীবিত করেছেন নিজের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনের প্রতি মনোযোগ দেওয়ার জন্য।
রামিজ বলেন, “আমাদের বোর্ডের খরচ কমাতে হবে। দু কাপের পরিবর্তে এক কাপ চা পান করুন, কম এয়ার কন্ডিশনার ব্যবহার করুন এবং আপনার অফিস থেকে বের হওয়ার সময় লাইট বন্ধ করুন। যদি আমাদের দল বিশ্বের এক নম্বর দল না হয়, তাহলে আমাদের সবার এখানে থাকার কোন কারণ নেই।”