বাংলাহান্ট ডেস্ক: ঢাকে কাঠি পড়তে আর এক সপ্তাহের দেরি। দূর্গাপুজোতেই মুক্তি পাবে দেব (dev) অভিনীত ‘গোলন্দাজ’। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী রূপে খেলার মাঠে চমক দেখাবেন অভিনেতা। তবে তার আগে আরো এক বড় চমকের ব্যবস্থা রেখেছেন দেব। সিনেমার স্ক্রিনে নয়, বরং পুজোতে বাস্তবেই বল পায়ে মাঠে নেমে পড়তে চলেছেন তিনি।
হ্যাঁ, চমক লাগার মতোই খবর বইকি! এবার দূর্গাপুজোতে পর্দায় অভিনেতা দেবের ফুটবল নিয়ে কেরামতি দেখার পাশাপাশি বাস্তবেও তাঁর খেলা চাক্ষুষ করার সুযোগ মিলবে। সৌজন্যে, আইএফএ (IFA) এর পুজো ফুটবল। আগামী ৬ অক্টোবর, বুধবার নিজের গোলন্দাজ ছবির গোটা দলবল নিয়ে ফুটবল খেলতে নামছেন দেব। আইএফএ একাদশ টিমের বিরুদ্ধে খেলবেন তাঁরা।
বাঙালির সেরা উৎসব দূর্গাপুজো আর সেরা খেলা নিঃসন্দেহে ফুটবল। প্রতি বছর পুজোতে সেরার সেরা ক্লাবগুলির মধ্যে লড়াই হয়। এবারে সেই লড়াইটাই হতে চলেছে খেলার মাঠে। হ্যাঁ, আইএফএ আয়োজিত এই বিশেষ ফুটবল টুর্নামেন্ট হবে পুজো কমিটিগুলির মধ্যে। আগামী ৪-৬ অক্টোবর দেশপ্রিয় পার্কে আয়োজিত হবে টুর্নামেন্ট।
গোটা টুর্নামেন্ট জুড়েই থাকছে একের পর এক চমক। ৯০ মিনিটের ফুটবল খেলা এখানে হবে না। পরিবর্তে হবে শুধুই টাইব্রেকার রাউন্ড। দশ জনের টিমে থাকবেন একজন করে মহিলা। তবে গোলে শট মারখর সুযোগ পাবেন শুধু ৬ জন। যে টিম সবথেকে বেশি গোল করতে পারবে স্বাভাবিক ভাবে তারাই জিতবে।
এই টুর্নামেন্টেই একটি প্রদর্শনী ম্যাচে গোলন্দাজ টিমের সঙ্গে খেলতে নামছেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী থুড়ি দেব অধিকারী। তাঁদের বিরোধী টিম আইএফএ একাদশে সম্ভবত থাকছেন মানস ভট্টাচার্য, তনুময় বসু, অলোক মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু রায়, রহিম নবিদের মতো প্রাক্তন ফুটবলাররা। তাঁদের কোচ হবেন প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। আর প্লাস চ্যানেলে সব ম্যাচ সরাসরি দেখা যাবে।
পুজোয় মুক্তি পাচ্ছে দেবের দু দুটি নতুন ছবি গোলন্দাজ এবং হবুচন্দ্র রাজা গবুচন্দ্র রাজা। গত বছরেই দেবের দুটি ছবি ‘গোলন্দাজ’ ও ‘টনিক’ এর শুটিংয়ের কথা শোনা গিয়েছিল। এবারের পুজোতেই সেই দুটি ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু টনিকের প্রযোজক অতনু রায়চৌধুরী জানান বড়দিনের ছুটিতে প্রেক্ষাগৃহে আসবে টনিক।