বাংলা হান্ট ডেস্কঃ এই দূর্মূল্যের বাজারে সব বিষয়েই কম এবং সস্তার জিনিস পছন্দ করেন সাধারণ মানুষজন। যা দামে সস্তা হবে এবং ব্যবহারে ভালো হবে, এমন জিনিসেরই চাহিদা বেশি বর্তমান বাজারে। তবে এই পরিস্থিতিতে আরও একটা বড় বিষয় হল মোবাইল ফোন ব্যবহার। যেভাবে রিচার্জের অংক বেড়েই চলেছে, তাতে করে ফোন ব্যবহার করা দুরস্কর হয়ে পড়েছে অনেকে কাছেই।
তবে এমন কিছু প্রিপেইড প্ল্যানের বিষয়ে আলোচনা করব, যা ৫০ টাকার থেকেও কম মূল্যে আপনি পেয়ে যাবেন। আর এই অফার দিচ্ছে আপনাকে জিও, এয়ারটেল এবং Vi-র মত সংস্থা গুলো। থাকছে ইন্টারনেট ডেটা এবং আনলিমিটেড কলিং-র সুব্যবস্থাও।
দেখে নিন-
জিও-র প্ল্যান-
টপ-আপ রিচার্জঃ ১০ টাকার রিচার্জে ৭.৪৭ টাকা, ২০ টাকার রিচার্জে পাবেন ১৪.৯৫ টাকা, ৫০ টাকায় পাচ্ছেন ৩৯.৩৭ টাকা এবং ১০০ টাকার রিচার্জে পেয়ে যাচ্ছেন ৮১.৭৫ টাকা।
১১ টাকার প্ল্যানঃ 1GB 4G ডেটা পাচ্ছেন, যা আপনার বর্তমান রিচার্জ মেয়াদের সঙ্গেই বর্তমান থাকছে।
২১ টাকার প্ল্যানঃ 2GB 4G ডেটা পাচ্ছেন, যা আপনার বর্তমান রিচার্জ মেয়াদের সঙ্গেই বর্তমান থাকছে।
২২ টাকার প্ল্যানঃ 2GB 4G ডেটা পাচ্ছেন, বৈধতা থাকছে ২৮ দিন।
এয়ারটেলের প্ল্যান-
১০ টাকার প্ল্যানঃ ১০ টাকা রিচার্জে ৭.৪৭ টাকার আনলিমিটেড কলিং-র সুবিধা পাচ্ছেন।
১৯ টাকার প্ল্যানঃ ১৯ টাকা রিচার্জে 200MB ডেটা এবং ২ দিনের জন্য আনলিমিটেড কলিং-র সুবিধা পাচ্ছেন।
২০ টাকার প্ল্যানঃ ১০ টাকা রিচার্জে ১৪.৯৫ টাকার আনলিমিটেড কলিং-র সুবিধা পাচ্ছেন।
৪৮ টাকার প্ল্যানঃ 3GB ডাটা পাচ্ছেন এবং যা আপনার বর্তমান রিচার্জ মেয়াদের সঙ্গেই বর্তমান থাকছে।
Vi-র প্ল্যান-
১৬ টাকার প্ল্যানঃ ১৬ টাকার রিচার্জে গ্রাহক পাচ্ছেন 1GB ডেটা।
২০ টাকার প্ল্যানঃ ২০ টাকা রিচার্জে ১৪.৯৫ টাকার আনলিমিটেড কলিং-র সুবিধা পাচ্ছেন।
৩০ টাকার প্ল্যানঃ ৩০ টাকা রিচার্জে ২২.৪২ টাকার আনলিমিটেড কলিং-র সুবিধা পাচ্ছেন।
৪৮ টাকার প্ল্যানঃ 3GB ডাটা পাচ্ছেন, বৈধতা থাকছে ২৮ দিন।
৪৯ টাকার প্ল্যানঃ ৩৮ টাকা টকটাইমের সঙ্গে টাকার 100MB ডেটা পাবেন গ্রাহক।