ভ‍্যাকেশন মুডে ইউভান, মালদ্বীপ থেকে ছেলের একগুচ্ছ ছবি শেয়ার করলেন রাজ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পুজোর আগে আগেই কলকাতা ছেড়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় (subhashree ganguly) ও রাজ চক্রবর্তী (raj chakraborty)। ছেলে ইউভানকে (yuvaan) সঙ্গে নিয়ে মালদ্বীপ পাড়ি দিয়েছিলেন তাঁরা। তবে থেকে একের পর এক ছবি, ভিডিও শেয়ার করে যাচ্ছেন রাজশ্রী জুটি। তবে ইউভানের তেমন ছবির দেখা মেলেনি। অবশেষে নেটিজেনদের আক্ষেপ মেটালেন রাজ।

ছোট্ট ইউভানের কয়েকটি ছবি শেয়ার করেছেন পরিচালক। জিন্স আর সাদা শার্ট পরে ফুল গাছের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে তাঁকে। নানান রঙের ফুল দেখে মুখে হাসি ধরছে না রাজ-পুত্রের। ছবি শেয়ার করে সকলকে শুভ সকাল জানিয়েছেন রাজ। কমেন্টে ছোট্ট ইউভানকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন রূদ্রনীল ঘোষ, নুসরত ফারিয়ারা।


মালদ্বীপে গিয়ে যেন অন‍্য অবতারে দেখা দিলেন শুভশ্রী। কখনো বিকিনি, কখনো ব্রালেটে সমুদ্রসৈকতের উষ্ণতা বাড়ালেন অভিনেত্রী। সম্প্রতি গাঢ় নীল রঙা টু পিস পরে ক‍্যামেরার সামনে পোজ দিয়েছিলেন তিনি। আনমনে তাকিয়ে রয়েছেন দূরে নীল সমুদ্রের দিকে। হাতে ও কানে সোনার চুড়ি, দুল পরে বিকিনি লুক সম্পূর্ণ করেছেন শুভশ্রী।

https://www.instagram.com/p/CUlvLIpI0Qy/?utm_medium=copy_link

https://www.instagram.com/reel/CUmEj68Axd3/?utm_medium=copy_link

কয়েকটি ছবি জুড়ে একটি ভিডিও বানিয়েছিলেন অভিনেত্রী। সেখানে বেগুনি রঙা বিকিনিতে মালদ্বীপের নীল জলে সাঁতার কাটতে দেখা গিয়েছে তাঁকে। তার আগে কালো সুইমসুইটে উষ্ণতা ছড়িয়েছিলেন শুভশ্রী। সুইমিং পুলের জলে ডুবে থাকতে দেখা গিয়েছিল তাঁকে। ভেজা চুলে রিসর্টের বাইরের নীল জলের দিকে তাকিয়ে শুভশ্রী। এই ছবি দিয়েই শুভ সকাল জানিয়েছিলেন অভিনেত্রী।

X