বাংলা হান্ট ডেস্কঃ টেলিকমের দুনিয়ায় নতুনভাবে একাধিক অফার এনেছে জিও। যার জেরে গ্রাহকের কাছে এখনও আকর্ষণের অন্যতম প্রধান কেন্দ্র এই অফার গুলি। জিওর এমন অনেক অফার রয়েছে যা বাজেটের কথা মাথায় রেখে তৈরি। এ ধরনের রিচার্জ প্ল্যানগুলিতে বেশ সস্তায় প্রচুর সুবিধা পেয়ে থাকেন গ্রাহকরা। তবে জানতে হবে আপনার জন্য সঠিক প্ল্যান কোনটি।
আজ এমনই জিওর দুটি প্ল্যান নিয়ে আলোচনা করব আমরা। এই দুটি প্ল্যানের প্রথমটি হল ১২৯ টাকার রিচার্জ প্ল্যান। আসুন দেখে নেওয়া যাক এই ক্ষেত্রে কি কি সুবিধা পাবেন গ্রাহকরা? এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড, কল প্রতিদিন ৩০০ এসএমএস, বিনামূল্যের জিও অ্যাপসের সাবস্ক্রিপশন ছাড়াও গ্রাহকরা পাবেন ২ জিবি ডেটা। যারা ইন্টারনেট সাধারণত কম ব্যবহার করেন তাদের জন্য এই প্ল্যান খুবই কার্যকরী হতে পারে। জানিয়ে রাখি এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন।
এছাড়াও আরেকটি প্ল্যান রয়েছে যেখানে আর মাত্র কুড়ি টাকা বেশি খরচ করলেই ২২ জিবি বেশি ডেটা পেতে পারবেন আপনি। আসুন ব্যাপারটি একটু বিশদে আলোচনা করা যাক। ১৪৯ টাকা রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ২৪ দিন। তবে এক্ষেত্রে আনলিমিটেড কল, এসএমএস এবং অন্যান্য সুবিধা ছাড়াও প্রতিদিন ১ জিবি করে ফ্রি ডেটা পাবেন গ্রাহকরা। অর্থাৎ মেয়াদ শেষ হওয়া অবধি তারা পাবেন ২৪ জিবি ডেটা। মাত্র কুড়ি টাকা খরচ করলেই ২২ জিবি বেশি ডেটা পাওয়ার সুযোগ থাকছে গ্রাহকদের কাছে।
এখন যদি আলোচনা করতে হয় যে দুটি প্ল্যানের মধ্যে কোনটি বেশি সাশ্রয়ী হবে আপনার জন্য তাহলে বলতেই হয় সে ক্ষেত্রে সবাই নির্ভর করছে আপনার পছন্দের উপর। আপনি যদি কম ইন্টারনেট পরিষেবা ব্যবহার করেন সেক্ষেত্রে ১২৯ টাকার রিচার্জ প্ল্যান আপনার জন্য কার্যকরী হতে পারে, অন্যদিকে যদি আপনি বেশি ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে চান তাহলে, ১৪৯ টাকার রিচার্জ প্ল্যান ব্যবহার করতে পারেন আপনি।