গঙ্গার ঘাটে গিয়ে করলেন প্রায়শ্চিত্ত! ‘মমতাই অশুভ শক্তি ধ্বংস করবে’ বিশ্বাস নিয়ে তৃণমূলে যাচ্ছেন BJP বিধায়ক

বাংলাহান্ট ডেস্কঃ গঙ্গার ঘাটে গিয়ে মন্ত্র পড়ে, যজ্ঞ করে করলেন প্রায়শ্চিত্ত। সবকিছু ঠিকঠাক থাকলে মহালয়ার দিনই তৃণমূলে যোগ দেবেন ত্রিপুরার (Tripura) বিজেপি বিধায়ক আশিস দাস (ashish das)। বিজেপি শিবিরকে বড়সড় ধাক্কা দিয়ে নিজের মোহভঙ্গ করে, এবার হাত ধরতে চলেছেন সবুজ শিবিরের।

বেশকিছু দিন ধরেই গেরুয়া শিবিরের এই বিধায়কের গলায় শোনা যাচ্ছিল বেসুরো সুর। সম্প্রতি তাঁর দলবদলের জল্পনার মাঝে সোমবারই ফের একবার মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা যায় তাঁর গলায়। তিনি বলেন, ‘উপনির্বাচনে জয় ছিনিয়ে নেওয়ার পর, বাংলার মুখ্যমন্ত্রীর কাছে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিরোধী মুখ হয়ে ওঠার রাস্তা আরও পরিস্কার হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকেই প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করেন। এখনও অবধি আমরা দেশে কোন বাঙালী প্রধানমন্ত্রী পাইনি। আমি চাই- দেশ শাসন করছেন একজন মা, মাতৃশক্তিই ধ্বংস করবে সকল অশুভ শক্তিকে’।

jvvbb

বর্তমান সময়ে কলকাতায় রয়েছেন আশিস দাস। আর নিজের মোহভঙ্গ হওয়ায় মঙ্গলবারই কালীঘাটে আদি গঙ্গার ঘাটে করলেন প্রায়শ্চিত্ত। মন্ত্র পড়ে, যজ্ঞ করে রীতিমত নিয়ম মেনেই করলেন এই কাজ। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে মহালয়ার দিনই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাবাহিনীতে নাম লেখাতে পারেন, হাতে তুলে নিতে পারেন তৃণমূলের পতাকা।

আরএসএস ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই বিজেপি বিধায়কের এমন সিদ্ধান্তে কিছুটা চাপে পড়ে গিয়েছে বিপ্লব দেবের সরকার। দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত থাকার পর, সেই দলের প্রতি এমন বিক্ষুব্ধ ভাব প্রকাশ কিছুটা চিন্তায় ফেলেছে গেরুয়া শিবিরকে।

Smita Hari

সম্পর্কিত খবর