বাংলাহান্ট ডেস্ক: গত এপ্রিলে ছেলের জন্ম দিয়েছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী (madhubani goswami)। স্বামী রাজা গোস্বামী, ছেলে কেশব, শ্বশুর শাশুড়িকে নিয়ে ভরা সংসার মধুবনীর। মা হয়ে পুরোদস্তুর গিন্নি হয়ে গিয়েছেন অভিনেত্রী। জন্মের পর থেকেই ছেলের সমস্ত কাজ নিজে হাতে করছেন তিনি। করোনার ভয়ে আয়াও রাখেননি। আবার ঘরের সঙ্গে তাল মিলিয়ে বাইরের কাজও সামলাচ্ছেন। এখনি অভিনয় শুরু না করলেও নিজের পার্লার ফের চালু করেছেন মধুবনী।
ক্যামেরার সামনের কাজ এখনি শুরু না করায় ছেলেকে সামলেও বেশ কিছুটা সময় হাতে পান তিনি। সেই সময়টুকু কাজে লাগান সোশ্যাল মিডিয়ায়। প্রায়দিনই টুকটাক পোস্ট তিনি করতেই থাকেন ইনস্টাগ্রামে। বেশ কিছুদিন ধরে নানান পুরনো স্মৃতি সহ বিয়ের স্মৃতিও আরেকবার ঝালিয়ে দেখছেন অভিনেত্রী। বিয়ের নানান রীতি অনুষ্ঠানের ছবি শেয়ার করছেন অনুরাগীদের সঙ্গে।
সম্প্রতি বিয়ের পর শ্বশুরবাড়িতে নানান রীতি নিয়মের একটি ছবি পোস্ট করেছেন মধুবনী। সদ্য বিবাহিত কনের বেশে দেখা গিয়েছে অভিনেত্রীকে। লাল বেনারসী, গয়না, মাথায় মুকুট পরে মধুবনী আর পাশেই ধুতি পাঞ্জাবিতে রাজা। দুজনেই হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে। তাঁদের সামনে রাখা এক বাটি দুধ। সম্ভবত আংটি খেলার প্রস্তুতি চলছিল সেখানে।
ক্যাপশনে মজা করে মধুবনী লিখেছেন, ‘অনেক কাল আগের কথা। সেই দ্বাপর যুগের। যখন করোনা কী, খায় না মাথায় দেয়, কেউ জানত না। তাই সবাই এত ঘাড়ে-ঘাড়ে। এখন ভাবা যাবে!’ বাস্তবিকই করোনা পরবর্তী সময়ে সবটাই কেমন যেন ওলট পালট হয়ে গিয়েছে। অনুষ্ঠানেও মেপে আমন্ত্রণ করা হচ্ছে আত্মীয় স্বজনদের। আগেকার সময় এখন শুধুই সুখস্মৃতি।
https://www.instagram.com/p/CUiNWtvI26o/?utm_medium=copy_link
এর আগে বধূবরণের একটি ছবিও শেয়ার করেছিলেন মধুবনী। শাশুড়ি মায়ের প্রশংসা করে তিনি লিখেছিলেন, ‘আমার মামুণি, পরম স্নেহময়ী, কেশবের ঠাকুমা, রাজার মা। আমার বড় ভরসার জায়গা। বলা যেতে পারে এনার জন্যই আমি দাঁড়িয়ে আছি। গত জন্মে বা এই জন্মে আমি নিশ্চয়ই কোনো সুকর্ম করেছি যার ফল স্বরূপ আমি তোমায় আমার মামণির রূপে পেয়েছি। সত্যিই আমি ভাগ্যবতী। সত্যিই তোমার মতো মামুণি সবাই পায় না। সবাই কী, কেউই পায় না।’