উপনির্বাচনের আগে জোর ধাক্কা গেরুয়া শিবিরে, খড়দহে তৃণমূলে যোগ দিলেন প্রায় ৫০০ BJP কর্মী

বাংলাহান্ট ডেস্কঃ উপনির্বাচনের মুখেই বড় ধাক্কা খেল বিজেপি (bjp)। খড়দহ (khardah) থেকে প্রায় ৪৫০ বিজেপি কর্মী নাম লেখালেন তৃণমূল (tmc) শিবিরে। যার ফলে শাসক শিবিরে খুশির হাওয়া বয়ে গেলেও, কিছুটা চাপে পড়েছে গেরুয়া শিবির। মঙ্গলবার সৌগত রায়ের হাত ধরে এইসকল বিজেপি কর্মীরা যোগ দিলেন তৃণমূল শিবিরে।

গত বিধানসভা নির্বাচনের পূর্বে দেখা গিয়েছিল বড় বড় নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ কর্মী, অনেকেই এসে দলে দলে যোগ দিয়েছিলেন বিজেপিতে। বিজেপির বাংলা জয়ের কাণ্ডারি হলেও, নির্বাচনের ফলাফল দেখেই মোহভঙ্গ হয় অনেকের। একদিকে যেমন বিজেপির ভরাডুবি হয়, তেমনই অন্যদিকে দলে আগত সকলেই এক এক করে ছাড়তে থাকে বিজেপির হাত। আবারও দল ভারী হতে শুরু করে শাসক গোষ্ঠীর।

TMC 2 1

সেই ধারা অব্যাহত রয়েছে এখনও। গত বিধানসভা নির্বাচনে খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা নির্বাচনের ফল ঘোষণার আগেই করোনার প্রকোপে প্রাণ হারিয়েছিলেন। কিন্তু নির্বাচন পরবর্তীতে দেখা যায়, তিনি বিরোধী প্রার্থীদের হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন। সেই কারণে ওই আসনে আবারও উপনির্বাচনের দিন নির্ধারণ হয়েছে।

আগামী ৩০ শে অক্টোবর খড়দহে নির্বাচনের পূর্বেই খড়দহের মতুয়া অধ্যুষিত বিলকান্দা ২ পঞ্চায়েত এলাকায় বড়সড় ধাক্কা খেল বিজেপি। ওই এলাকা থেকে প্রায় ৪৫০ জন বিজেপি কর্মী সমর্থক মঙ্গলবার নাম লেখালেন তৃণমূলে। এদিন নতুন সদস্যদের দলে স্বাগত জানান তৃণমূল সাংসদ সৌগত রায়।

এবিষয়ে তিনি জানান, ‘বিলকান্দা ২ নম্বর পঞ্চায়েতে লোকসভা এবং বিধানসভা ভোটে আমরা কিছুটা পিছিয়ে ছিলাম।আজ ৪৫৫ জন তৃণমূলে যোগ দিলেন। তবে যদি প্রতিটি পরিবার থেকে ১০ জন করেও যোগ দেন, তাহলে তাড়াতাড়িই আমাদের ঘাটতি পূরণ হয়ে যাবে’।

Smita Hari

সম্পর্কিত খবর