বাংলাহান্ট ডেস্কঃ ‘ভাগ্যিস ফিরিয়ে দিয়েছেন দাদাভাই, নাহলে সিপিএমের কি হত!’ ঠিক এমন ভাবেই মার্ক জুকারবার্গকে (Mark Zuckerberg) ধন্যবাদ জানালেন দেবাংশু ভট্টাচার্যও (Debangshu Bhattacharya)। ফেসবুক নির্মাতাকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি কটাক্ষও করলেন ৩৪ বছর ধরে বাংলা শাসিত বামেদেরকে।
সোমবার রাত ৯ টার কিছু পর থেকেই গোটা বিশ্ব জুড়ে স্তব্ধ হয়ে গিয়েছিল হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম পরিষেবা। যার ফলে আচমকা এমনটা হওয়ায় সংকটে পড়ে গিয়েছিলেন কোটি কোটি বিশ্ববাসী। সেই সময় এমন সমস্যার মধ্যেও হাস্যকর মিম শেয়ার করতে ভোলেননি অনেকেই। হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ থাকলেও, ট্যুইটারে শুরু উঠেছিল মিম ঝড়।
এরপর ভারতীয় সময় মঙ্গলবার ভোর প্রায় ৪ টে নাগাদ সবকিছু স্বাভাবিক করতে সক্ষম হন আধিকারিকরা। আর সেই সঙ্গে এমন বিভ্রাটের কারণে গ্রাহকদের কাছে ক্ষমাপ্রার্থীও হন খোদ ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ। স্যোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রাম আবারও স্বাভাবিক ভাবে ফিরে এসেছে। এই বিভ্রাটের জন্য দুঃখিত। গোটা বিশ্বের যেসকল ব্যবসায়ীদের ব্যবসা আমাদের উপর নির্ভর করে চলে, তাঁদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এমন কঠিন সময়ে আমাদের পাশে থাকার জন্য় আপনাদের অসংখ্য ধন্যবাদ’।
মার্ক জুকারবার্গের এমন মন্তব্যের পরও ফেসবুক জুড়ে ভালো মন্দ কমেন্টের বন্যা বইতে থাকে। সেখানেই তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্যর একটি পোস্ট রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে স্যোশাল মিডিয়ায়। সেখানে দেখা যায় ফেসবুক কর্তাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সিপিএমকে কটাক্ষও করলেন দেবাংশু।
তিনি লেখেন, ‘ভাগ্যিস ফিরিয়ে দিয়েছেন দাদাভাই! আপনার এই প্ল্যাটফর্মেই একমাত্র আমাদের রাজ্যের সিপিএম নামে একটি পলিটিক্যাল পার্টি বেঁচে আছে। সেটুকু ছিনিয়ে নেওয়ার মতো নির্দয় আপনি নন বলেই আমার বিশ্বাস ছিল’।