মহা অষ্টমী তিথিতে অঞ্জলি দিয়ে শুরু হয়ে কুমারী পুজো, রইল পুজোর নির্ঘণ্ট

বাংলাহান্ট ডেস্কঃ মহা অষ্টমী (Maha Ashtami) তিথিতে মণ্ডপে মণ্ডপে অঞ্জলী দেওয়ার ধুম পড়ে যায়। সকাল থেকেই স্নান সেরে নতুন পোশাক পড়ে সকলেই পুজো প্যান্ডেলে গিয়ে ভিড় জমায়। অষ্টমীতে মায়ের পায়ে অঞ্জলি দিতে সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। এইদিনের আরও এক বিশেষত্ব হল, এই দিন করা হয় কুমারী পুজো।

1609189236 5fea477485fbf durga puja

অষ্টমী তিথি শুরু হচ্ছে- অষ্টমী তিথি শুরু হচ্ছে বাংলার ২৫ শে আশ্বিন ইংরেজি ১২ ই অক্টোবর মঙ্গলবার রাত ৯ টা বেজে ৪৯ মিনিটে। তিথি শেষ হচ্ছে বাংলার ২৬ শে আশ্বিন ইংরেজি ১৩ ই অক্টোবর বুধবার রাত ৮ টা বেজে ৮ মিনিটে।

সন্ধি পূজা শুরু হচ্ছে রাত ৭ টা বেজে ৪৪ মিনিটে এবং চলবে ৮ টা বেজে ৮ মিনিট পর্যন্ত। রাত ৮ টা বেজে ৩২ মিনিটের মধ্যে সন্ধিপুজা সমাপন করতে হবে।

274437 dr

এইদিন শাস্ত্র অনুযায়ী ১ বছর বয়স থেকে ১৬ বছর বয়সী ব্রাহ্মণ সহ যে কোন গোত্রের অবিবাহিত অজাতপুষ্প সুলক্ষণা কুমারী মেয়েকে পুজো করা হয়। তবে বয়স ভেদে কুমারীর নামও ভিন্ন ভিন্ন হতে পারে। প্রকৃতি অর্থাৎ সকল নারী শক্তিকে এই পূজা পর্বের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

kumaripujaatbelurmoth3edit 09 1476007000

কন্যাকুমারী এবং মাদুরাইয়ের মীনাক্ষী দেবীর মন্দিরে কুমারী পুজো করা হয়। ধারণা করা হয়, মন্দিরে নতুন বস্ত্র, ফুলের মালা, মুকুট এবং নানান উপকরণ সহযোগে ভক্তিমনে নিষ্ঠার সঙ্গে কুমারী পুজো ছাড়া দূর্গা পুজো সম্পূর্ণ হয় না।

67711 kumari9 10 16

পুরাতনকালে মুনি ঋষিরা প্রকৃতি পুজোর মাধ্যমে কুমারী পুজো সম্পন্ন করতেন। কারণ প্রকৃতিই হল কুমারীর ভিন্ন রূপ। তাদের ধারণায়, মানুষ চৈতন্য যুক্ত হওয়ায় মানুষের মধ্যেই ঈশ্বরের বাস। কুমারীদের মন সৎ, কলুষতামুক্ত। ফলত তারাই এই পুজোর দেবী হিসাবে মনোনীত হয়ে থাকে।

Smita Hari

সম্পর্কিত খবর