বাংলা হান্ট ডেস্কঃ ফেসবুকের (Facebook) পর এবার জিও (Jio)। ব্যহত হল ভারতের (India) সবথেকে বড় টেলিকম সংস্থার পরিষেবা। সোমবার রাতে আচমকাই বসে গিয়েছিল সোশ্যাল মিডিয়ার বিগ বুল ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম। প্রায় সাড়ে সাত ঘণ্টার অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মগুলোকে লাইনে আনতে সক্ষম হয় টেকনিশিয়ানরা।
দীর্ঘ সাড়ে সাত ঘণ্টা সমস্ত পরিষেবা বন্ধ থাকার দরুন কম বেশি ৫০ হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়েন মার্ক জুকারবার্গ। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে শুরু হয় নানান প্রকারের ব্যঙ্গ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম বন্ধ হয়ে যাওয়ার পর অনেকেই টের পেয়েছিল যে, দৈনন্দিন জীবনে এই সোশ্যাল মিডিয়ায় কতটা প্রভাব ফেলে।
অনেক সোশ্যাল মিডিয়ায় ইউজার এমনকি ভারতীয় ক্রিকেট টিমের অন্যতম খেলোয়াড় কেএল রাহুল ট্যুইট করে লিখেছিলেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম এখন বন্ধ, আশাকরি অনেকেই নিজের পরিবারকে সময় দেবেন। তবে এখন এই সোশ্যাল মিডিয়া সাইটগুলো নিয়ে আর কোনও সমস্যা নেই। আগের মতোই ঝড়ের গতিতে চলছে সব।
আর ফেসবুকের এই ঝঞ্ঝা কাটিয়ে ওঠার পর এবার ভারতীয় টেলিকম বাজারের বিগ বুল বলে পরিচিত Jio-র পরিষেবা ব্যাহত হয়েছে বলে জানা যাচ্ছে। অনেক জিও ব্যবহারকারী ট্যুইটারে #JioDown হ্যাশট্যাগ দিয়ে ট্যুইট করে তাঁদের সমস্যার কথা তুলে ধরছেন। আবার অনেকেই মজার ছলেও #JioDown লিখে ট্যুইট করছেন।
Mere phone me network nahi hai……but tab mein h wo v jio….kaise possible h…..#jiodown pic.twitter.com/QNoAwL2uTL
— Ankita Kaurav (@kaurav_ankita) October 6, 2021
জানা গিয়েছে যে, অনেক জিও ব্যবহারকারীর পরিষেবা বিঘ্নিত হয়েছে। তাঁরা না ফোন করতে পারছেন, আর না ইন্টারনেট। বর্তমান যুগে যখন ফোন ছাড়া আমাদের চলা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, তখন ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থার এহেন পরিষেবাতে বিরক্ত হয়ে উঠেছে ব্যবহারকারীরা।