রাহুল গান্ধীর মত একজন পার্ট টাইম নেতার কাছ থেকে কোন জ্ঞান শুনব না: কুণাল ঘোষ

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ফের ট্যুইট যুদ্ধে জড়ালেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এবার ট্যুইটারে তিনি আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। বিষয় লখিমপুর কৃষক নিগ্রহ। রাহুল গান্ধীর দিক থেকে আসা আক্রমণাত্মক বাণের পালটা মোক্ষম জবাব দিলেন কুণাল ঘোষ।

লখিমপুরের কৃষক মৃত্যুর ঘটনায় সারা দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিরোধীরা সেখানে যেতে চাইলে তাঁদের বাঁধা দেয় উত্তরপ্রদেশ পুলিশ। রবিবার রাতেই প্রিয়াঙ্কা গান্ধী সেখানে যেতে চাইলে, তাঁকে কোনও ওয়ারেন্ট ছাড়াই আটক করে যোগীর পুলিশ। এরপর সেখানে তৃণমূলের প্রতিনিধি দল পাঠাতে গেলেও, বাধাপ্রাপ্ত হয় সবুজ শিবির।

এমনকি বুধবার রাহুল গান্ধীকেও সেখানে যাওয়ার অনুমতি দেয়নি যোগীর পুলিশ। এই বিষয়ে বিজেপিকে আক্রমণ করে রাহুল বলেন, ‘শুধুমাত্র কংগ্রেসকে লখিমপুর যেতে বাধা দিচ্ছে বিজেপি সরকার। সকলকে আটকানো হচ্ছে না। ওদিকে আবার তৃণমূল বা ভীম সেনার মতো দলকে আটকানো হচ্ছে না, তাঁদের যেতে দেওয়া হচ্ছে’।

কংগ্রেস সাংসদের দিক থেকে আসা এমন উক্তির পরবর্তীতে ট্যুইটারে মোক্ষম জবাব দিলেন কুণাল ঘোষ। তিনি লেখেন, ‘তৃণমূল সাংসদরা অনেক লড়াই করে তবেই লখিমপুর যেতে পেরেছে, একথা জানা উচিৎ রাহুল গান্ধীর। শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকানোর জন্যই আগরতলায় ১৪৪ ধারা জারি করেছে বিজেপি সরকার। অন্যদিকে কংগ্রেস নিজেদের গড়ে পরাজিত। কিন্তু দেখুন বাংলায় বিজেপিকে হারিয়েছে তৃণমূল’।

তিনি আরও লেখেন, ‘এভাবে বিকৃত তথ্য পেশ করে মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়। রাহুল গান্ধীর মত একজন পার্ট টাইম নেতা, যিনি বিজেপিকে হারাতে অক্ষম, তাঁর থেকে তৃণমূল কোন রাজনৈতিক জ্ঞানহীন ভাষণ শুনবে না। বিজেপি বিরোধী ঐক্যে বিশ্বাস রাখি এবং আমরা কংগ্রেসকে শ্রদ্ধাও করি। তাই শুধুমাত্র ট্যুইটারে আটকে না থেকে আমরা রাস্তায় বেরিয়েছি’। এই ঘটনায় বিরোধী জোট গড়ে ওঠার পথে আবারও কিছুটা সমস্যা দেখা দিল।

X