চিন্তা বাড়ল টিম ইন্ডিয়ার, টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন এই রহস্য-স্পিনার

বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ আর কিছু দিনের মধ্যেই শুরু হতে চলেছে। সব দেশেরই প্রস্তুতিপর্ব এই মুহূর্তে তুঙ্গে। ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআইও। দলে যেমন একদিকে সুযোগ পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিনের মতো বর্ষিয়ান অফ স্পিনার অন্যদিকে দুর্দান্ত প্রদর্শনের কারণে দলে সুযোগ পেয়েছেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীও। কিন্তু তাকে নিয়েই ফের একবার চিন্তায় পড়ল বোর্ড।

আপনাকে মনে করিয়ে দিই গত বছর আইপিএল শেষ হতে না হতেই বরুন সুযোগ পেয়েছিলেন ভারতীয় দলে। কিন্তু সেবারও চোটের কারণে খেলতে পারেননি তিনি। আর তাই তার হাঁটুর চোট এখনও সম্পূর্ণ সেরে না ওঠায় যথেষ্ট চিন্তায় রয়েছে বিসিসিআই। বিসিসিআইয়ের এক সূত্রের মাধ্যমে জানানো হয়েছে, “বরুণের হাঁটু খুব ভালো অবস্থায় নেই। এই চোট এখনও তাকে কষ্ট দেয়, কিন্তু যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ না হত তাহলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট হয়তো বরুণকে খেলানোর ঝুঁকি নিতেন না।”

কিন্তু আইপিএলে এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন বরুণ চক্রবর্তী। আর সেই কারণেই তামিলনাড়ুর এই স্পিনারকে এই মুহূর্তে বাদ দেবার কথা ভাবতে পারছেনা ভারতীয় বোর্ড। বোর্ডের সূত্র তরফেই জানানো হয়েছে তাকে রোজই পেইন কিলার ইনজেকশন দেওয়া হচ্ছে। যার জেরে মাঠে খেলার সময় হয়তো সেভাবে যন্ত্রণাবোধ করছেন না তিনি। কিন্তু মাঠের বাইরে যথেষ্ট যন্ত্রণায় ভুগতে হচ্ছে এই স্পিনারকে। তবে বোর্ডের ওই আধিকারিক জানিয়েছেন কেকেআরের মেডিকেল টিম সর্বদা বরুণের অবস্থা নজরে রাখছে।

IMG 20210823 183843

যাতে অন্তত তিনি চার ওভার বল করতে পারেন সেই দিকেই এখন প্রধান লক্ষ্য রয়েছে বিসিসিআইয়ের মেডিকেল টিমের। জানা গিয়েছে একবার টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলে বরুণ চক্রবর্তীকে রিহ্যাবে পাঠানো হবে। তাকে হয়তো আগেই রিহ্যাবে পাঠানো হতো কিন্তু সাম্প্রতিক সময়ে তার ফর্ম দুরন্ত। ইতিমধ্যেই এই আইপিএলেও কেকেআরের হয়ে ১৩ ম্যাচে ১৫ টি উইকেট নিয়ে ফেলেছেন তিনি। আর সেই কারণে দল থেকে তাকে কোনমতেই বাদ দিতে চাননা কোহলি ব্রিগেড। বিশ্লেষকদের মতে আগামী দিনে তিনি বড় ভূমিকা নিতে চলেছেন ভারতের জন্য। প্রসঙ্গত উল্লেখ্য ১৪ বছর পর এবার ফের একবার ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন কোহলিরা। ইতিমধ্যেই মেন্টর হিসেবে দলে আনা হয়েছে ধোনিকেও। তাই ভারত যে নিজের সবকিছু উজাড় করে দেবে তা বলাই বাহুল্য।

 

 

Abhirup Das

সম্পর্কিত খবর