বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দফতর (weather office) আগেই জানিয়েছে পুজোর মাঝে অসুর হয়ে দেখা দেবে বৃষ্টি। তবে অষ্টমী থেকে দশমী অবধি সেই বৃষ্টি শুরু হওয়ার আগেই, তৃতীয়াতেও বৃষ্টি দাপট দেখতে চলেছে বঙ্গবাসী। কম হলেও, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ।
হাওয়া অফিস জানিয়েছে, তৃতীয়া পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তারপর থেকে মেঘমুক্ত আকাশ দেখা যাবে। তবে দক্ষিণের আকাশে অষ্টমী থেকে দশমী পর্যন্ত বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। উত্তর আন্দামান সাগরে রবিবার নাগাদ তৈরি হওয়া নিম্নচাপের জেরে পুজোর মাঝে এই বৃষ্টি অসুরের দেখা পেতে চলেছে বঙ্গবাসী।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 34 ° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 28° C |
আদ্রতা | 87% |
বাতাস | 0 km/h |
মেঘে ঢাকা | 11% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
পুজোর মরশুমে বৃষ্টির আশঙ্কা থাকলেও, সেবিষয়ে শিলমোহর দিয়েছেন আবহাওয়াবিদরা। জানিয়েছেন অষ্টমী থেকে দশমী কলকাতা, দুই পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গ জুড়েই থাকবে মেঘলা আকাশ।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।