বাংলাহান্ট ডেস্ক: যশ দাশগুপ্ত থেকে অনিন্দ্য চট্টোপাধ্যায় সকলের সঙ্গেই ভিডিও ফেলেছেন ইউটিউবার স্যান্ডি সাহা (sandy saha)। অনুগামীদের বিনোদন দিতে ভোলেন না স্যান্ডি। তার জন্য সবকিছুই করতে রাজি তিনি। এবার দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya) সঙ্গে এক নতুন ভ্লগ নিয়ে হাজির হলেন স্যান্ডি।
ইউটিউবারের ভিডিওতে অবশ্য এই প্রথম বার আসছেন না দেবাংশু। তৃণমূলের যুব নেতাকে এর আগেও একবার দেখা গিয়েছিল স্যান্ডির সঙ্গে মজা করে ভিডিও বানাতে। এবারে নিজের বাড়িতে নিমন্ত্রণ করলেন তিনি দেবাংশুকে। দুপুরে যুবনেতার জন্য ছিল এলাহি খাবার দাবারের আয়োজন। শুক্ত থেকে শুরু করে চিকেন, মটন কোনো পদই বাদ রাখেননি স্যান্ডি।
আয়োজনের বহর দেখে দেবাংশুর পুটুস মন্তব্য, “আমাদের তিন হাজার টাকার খাবার খাইয়ে দশ হাজার টাকা লাভ করবে স্যান্ডি”। আড্ডার মাঝে স্যান্ডি জানান তাঁর রাজনীতিতে পা রাখার খুবই ইচ্ছা। তিনিও চান নির্বাচনে প্রার্থী হতে। তবে দেবাংশু বলতে বাধ্য হন যে রাজনীতি স্যান্ডির জন্য নয়।
এদিন দেবাংশুকে ফুচকা চ্যালেঞ্জেও নামিয়েছেন স্যান্ডি। দশটা ফুচকা যে সবথেকে তাড়াতাড়ি শেষ করতে পারবে সেই জিতবে। তবে স্যান্ডির সঙ্গে চ্যালেঞ্জ নিতে গিয়ে হেরে ভূত দেবাংশু। স্যান্ডি যখন দশটা ফুচকা শেষ করে আঙুল চাটছে তখন তিন নম্বর ফুচকা মুখে পুরছেন দেবাংশু। স্যান্ডির ভ্লগ দেখে বেশ আনন্দও পেয়েছেন নেটিজেনরা।
কিছুদিন আগেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাচ নিয়ে ট্রোল ভিডিও বানিয়েছিলেন স্যান্ডি। একটি ঘিয়ে রঙা শাড়ি, কমলা ব্লাউজ পরে চুলে খোঁপা করে বেরিয়ে পড়েছিলেন কলকাতার রাস্তায়। নিজেকে ‘কালবৈশাখী ব্যানার্জী’ বলে পরিচয় দিয়েছেন তিনি। প্রকাশ্য রাস্তায় রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে নেচে বেড়িয়েছেন তিনি। পথচারীদের ডেকে ডেকে জিজ্ঞাসা করেছেন কেমন লাগছে তাঁকে।
স্যান্ডির কাণ্ড দেখে হেসে লুটোপুটি খেয়েছেন নেটিজেনরা। আবার অনেকে পরামর্শ দিয়েছেন আরো একটু চড়া মেকআপ আর গয়না পরার দরকার ছিল। আবার অনেকের বক্তব্য, আসলের থেকে এটাই বেশি ভাল। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছেন স্যান্ডি।