দূর্গাপুজোর পরেই ভোটপুজো, উপনির্বাচনে তৃণমূলের তারকা প্রচারকদের তালিকায় দেব-মিমি-রাজ

বাংলাহান্ট ডেস্ক: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গাপুজো এসেই পড়েছে প্রায়। পাঁচ দিন ব‍্যাপী হইহুল্লোড় মিটতেই ফের নতুন সাজে সেজে উঠবে তিলোত্তমা। এও এক উৎসবই বটে, ভোট পুজো। আগামী ৩০ অক্টোবর রাজ‍্যের চির বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের (by election) নির্ঘন্ট পড়েছে। তার জন‍্যই প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল।

শুক্রবার দুপুরের একটু আগে উপ নির্বাচনের জন‍্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছে বিজেপি। তার ঠিক পরপরই তালিকা প্রকাশ‍্যে আনল ঘাসফুল শিবির। একজন বাদে বেশিরভাগ নামজাদা তারকাই রয়েছেন প্রচারকের তালিকায়। নাম রয়েছে দুই লোকসভার সাংসদ দীপক অধিকারী ওরফে দেব (dev) এবং মিমি চক্রবর্তীর (mimi chakraborty)।

nusrat jahan mimim indi
প্রচার করবেন নব নির্বাচিত বিধায়ক রাজ চক্রবর্তী, জুন মালিয়া, সোহম চক্রবর্তী, অদিতি মুন্সিরা। এছাড়াও নাম রয়েছে সায়নী ঘোষ সায়ন্তিকা বন্দ‍্যোপাধ‍্যায় এবং মনোজ তিওয়ারির। বাদ পড়েছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। ভবানীপুর উপ নির্বাচনের আগেও সচেতন ভাবেই তাঁর নাম প্রচারকের তালিকা থেকে বাদ দিয়েছিল তৃণমূল।

সে সময়ে সদ‍্য সন্তানের জন্ম দিয়েছিলেন নুসরত। সদ‍্যোজাতর পিতৃপরিচয় নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। তার কিছুদিন পরেই অবশ‍্য ফাঁস হয়ে সত‍্যিটা। বিজেপির যশ দাশগুপ্তই নুসরতের ছেলের বাবা। অনেকের মতে, বিতর্ক এড়াতেই প্রচারকের তালিকা থেকে সাংসদ অভিনেত্রীর নামটা বাদ রেখেছে দল। যদিও দিন কয়েক আগে নিজের সংসদীয় কেন্দ্র বসিরহাটে পরিদর্শনে গিয়েছিলন নুসরত।

উপ নির্বাচনের তারকা প্রচারকদের তালিকার সর্বাগ্রে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। তাঁর সঙ্গে থাকছেন সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ‍্যায়, অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়, সুব্রত মুখোপাধ‍্যায়, সৌগত রায়, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ, শতাব্দী রায়ের মতো হেভিওয়েটরা।

দিনহাটা, শান্তিপুর, খড়দহ ও গোসাবাতে আগামী ৩০ অক্টোবর উপ নির্বাচন। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গে চার বিধানসভা কেন্দ্রে গিয়ে প্রচার করবেন দেব, মিমি, রাজ রাও। পুজোর ব‍্যস্ততা সামলে সেই মতোই তাদের প্রচার শিডিউল বানাতে হবে।

Niranjana Nag

সম্পর্কিত খবর