বাংলাহান্ট ডেস্ক: মোদক পরিবারে এখন বিয়ের মরশুম। সদ্য সাত পাকে বাঁধা পড়েছে মিঠাই (mithai) সিড। অনেক টালাবাহানার পর শেষমেষ বিয়েটা মেনেই নিয়েছে সিদ্ধার্থ। শুধু মেনে নেওয়া না, বিয়ের সমস্ত রীতি নিয়মও দায়িত্ব নিয়ে পালন করেছে সে। আসলে নিজের অজান্তেই যে মিঠাইকে মন দিয়ে বসেছে সিড। একটু একটু করে যত কাছাকাছি আসছে দুজন ততই উত্তেজনায় ফুটছে দর্শকরা।
ঠাম্মি দাদাইয়ের আশ্রমেই বসেছিল তাদের বিয়ের আসর। ফুলের সাজে সেজে উঠেছিল বিয়ে আসর। লাল টুকটুকে বেনারসী, সোনার গয়না পরে, মাথায় চেলি পরে কনে সেজে ননদদের সঙ্গে হাজির মিঠাই।
কিন্তু সিদ্ধার্থকে কিছুতেই ধুতি পরানো যায়নি। সাদা শার্ট প্যান্ট পরেই বিয়ে করতে উপস্থিত হয়েছে সে। পালকি করে কৃষ্ণনাম শুনতে শুনতে বিয়ের আসরে আসে মিঠাই। রাধাষ্টমীর শুভদিনে সম্পন্ন হয় সিদ্ধার্থ মিঠাইয়ের বিয়ে।
এবার নতুন বৌয়ের সাজে একটি রিল ভিডিও শেয়ার করেছেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু। লাল ও অফ হোয়াইটে মেশানো বেনারসী, গয়না পরে মোহময়ী সাজে ধরা দিয়েছেন তিনি। ক্যাপশনে জানিয়েছেন মেকআপ আর্টিস্টের নাম। ভিডিওটি দেখেই উচ্ছ্বসিত নেটিজেনরা। অনেকের প্রশ্ন, এটা কি রিসেপশন লুক? একজন আবার লিখেছেন, এমনি একটি শাড়ি তো রুদ্র উপহার দিল মিঠাইকে। তাহলে হলেও হতে পারে এটা রিসেপশন লুক।
বাড়িতে বরন করে ঘরে তোলা হয়েছে মিঠাইকে। এদিকে কালরাত্রিতে চুপিচুপি মিঠাইকে ডেকে নিয়ে গিয়ে ধরা পড়েছে সিড। সব মিলিয়ে বেশ প্রেম প্রেম পরিবেশ মোদক পরিবারে। এমনকি সকলের সামনে জোর গলায় সাত জন্মের জন্য মিঠাইয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে সিদ্ধার্থ। উলটে দুষ্টুমি করে সিডকে প্রণাম করার অছিলায় তার পায়ে চিমটি কেটে দিয়েছে মিঠাই। দুজনের কাণ্ড দেখে হাসির রোল নেটদুনিয়ায়।
https://www.instagram.com/reel/CUqGH4JjG4P/?utm_medium=copy_link
সম্প্রতি মহালয়ায় জি বাংলার নানা রূপে মহামায়া অনুষ্ঠানে কমলে কামিনী দেবী রূপে দেখা গিয়েছিল সৌমিতৃষাকে। তাঁর নাচের একটি ভিডিও শেয়ার হতে ট্রোলের শিকারও হয়েছিলেন অভিনেত্রী। বাজে এক্সপ্রেশন, নাচতে জানেন না এমনি সব কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। কিন্তু দমে যাননি সৌমিতৃষা। নিজের স্বভাবজাত মিষ্টতা দিয়ে সবার মন জয় করে নিয়েছেন।