ছেলের জন‍্য বিশেষ খাবার পাঠিয়েছিলেন শাহরুখ, জেলের দরজা থেকেই ফেরত পাঠানো হল দামি জিনিসপত্র

বাংলাহান্ট ডেস্ক: মাদক কাণ্ডে শেষমেষ জেলেই ঠাঁই হল শাহরুখ খান (shahrukh khan) পুত্র আরিয়ান খানের (aryan khan)। আর্থার রোড জেলের একটি ঘরেই আগামী ১৪ দিন পর্যন্ত থাকতে হবে তাঁকে। ক্রুজ পার্টিতে ধৃত অভিযুক্তদের আপাতত আইসোলেশনে রাখা হয়েছে জেলের মধ‍্যে। সাধারন কয়েদিদের মতোই জীবনযাপন করতে হবে আরিয়ানকে।

শনিবার সকালে কিং খান পুত্রের জন‍্য বিশেষ খাবার নিয়ে আসা হয়েছিল মন্নত থেকে। ছিল তাঁর ব‍্যবহারের জন‍্য কিছু সামগ্রীও। বলিউড বাদশার খাস লোক সেসব নিয়ে এসেছিলেন আর্থার রোড জেলে। কিন্তু খাদ‍্যসামগ্রী আরিয়ান পর্যন্ত পৌঁছাতেই পারেনি। দরজায় বহাল নিরাপত্তারক্ষীরাই পথ আটকায় শাহরুখের পাঠানো লোকদের।

Aryan Khan srk
জেলের মধ‍্যে বাইরের থেকে আনা খাবার ঢোকানোর অনুমতি নেই। তা সে শাহরুখ পুত্রের জন‍্যই হোক না কেন। জেলের নিয়ম সবার জন‍্য সমান। তাই খাস মন্নত থেকে আসা খাবারও পেলেন না আরিয়ান। এই ১৪ দিন জেলের অন‍্যান‍্য কয়েদিরা যেভাবে থাকেন সেভাবেই থাকতে হবে তাঁকেও। বিশেষ কোনো ব‍্যবস্থাই পাবেন না তিনি।

জানা গিয়েছে, বাকি কয়েদিদের মতোই ভোর ছটায় ঘুম থেকে তুলে দেওয়া হবে আরিয়ানকে। তারপর সকাল ৭ টায় সবাইকে দেওয়া হবে ব্রেকফাস্ট। বেলা ১১ টার সময় দেওয়া হবে দুপুরের খাবার। জেলের মেনুতে থাকবে ভাত ডাল আর রুটি। বাকিদের জন‍্য যা খাবার সেটাই খেতে হবে আরিয়ানকেও। জেলের মধ‍্যে বাইরের খাবার ঢোকানোর অনুমতি নেই।

বিকেলে জেলের মধ‍্যেই কিছুক্ষণ হাঁটাহাঁটির অনুমতি দেওয়া হয় আরিয়ানকে। কিন্তু এখন আইসোলেশনে থাকার দরুন সেই অনুমতি মিলবে না কিং খান পুত্রের। রাতের খাবার দেওয়া হবে সন্ধ‍্যা ৬ টায়। এমনকি বেশি খাবার চাইলে মানি অর্ডার করে সেই টাকা দিয়ে খাবার কিনতে হবে আরিয়ানকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর