বাংলা হান্ট ডেস্কঃ মহালয়া থেকেই শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। আজ চতুর্থি। আর এই দুর্গাপুজোর মধ্যে কাজ বেড়ে গিয়েছে মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কারণ ওনাকে করতে হচ্ছে একের পর এক বড়বড় পুজোর উদ্বোধন। কোনও উদ্যোক্তা ওনাকে অনুরোধ করলে, তাকে ফিরিয়ে দেননি মুখ্যমন্ত্রী। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে আক্ষেপের সুর শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়।
শনিবার মুখ্যমন্ত্রী ৭৬ পল্লীর পুজো উদ্বোধনীতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি আক্ষেপ করে বলেন, এতগুলো পুজো উদ্বোধন করলাম, কেউ এক কাপ চা পর্যন্ত দেয়নি। আজকে এড়া আমাকে এক কাপ চা খাওয়াবে বলেছে, আমি এতেই খুশি।
বাঙালীর শ্রেষ্ঠ উৎসবে সবাই যখন একটু আরাম খোঁজে বা রাস্তায় বেরিয়ে ঠাকুর দেখা, কেনাকাটা করতে ব্যস্ত থাকে, তখনও মুখ্যমন্ত্রীর বিরাম নেই। এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে গিয়ে একটানা পুজোর উদ্বোধন করে চলেছেন তিনি। আর অবিশ্রান্ত খাটনির পর তিনি ক্লান্তও হয়ে পড়েন।
মুখ্যমন্ত্রী বলেন, আমার গলা শুকিয়ে গিয়েছে। অন্তত ১০০ টা প্যান্ডেল ঘোরা হয়ে গিয়েছে। অনেকক্ষণ ধরেই করছি। গতকাল যেসব পুজো উদ্বোধনে গিয়েছিলাম, সেখানে অনেকেই আমাকে চা খাওয়ার আবেদন করেছিল। আমি শুধু এক জায়গাতেই খেয়েছিলাম। পরশু আমাদের কেউ দেয়নি। আসলে ওদেরও দোষ নেই, আমরাও তো সময় পাই না।
৭৬ পল্লীতে মুখ্যমন্ত্রী বলেন, আজকে তোমরা আমাকে চা দিলে। এটা তো আমার নিজেরই পাড়া। নিজের পাড়ার মেয়ে হিসেবে এখানে চা চেয়ে খাচ্ছি।” মুখ্যমন্ত্রী পুরনো স্মৃতি তুলে ধরে বলেন, আমি এই পাড়ার স্কুলে পড়তাম। এখানকার অলিগলি সব চীনই। এখানেই ছোটবেলায় একটি স্কুলে চাকরি করতাম। বাচ্চাদের পড়াতাম। আমার অনেক ছাত্রছাত্রী আছে এই পাড়াতেই।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!