রানির বাড়িতে বদ্ধ ঘরে হাতেনাতে ধরা পড়েছিলেন গোবিন্দা! সংসার ভাঙার হুমকি দেন অভিনেতার স্ত্রী!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নব্বইয়ের দশকে বলিউডে জনপ্রিয় অভিনেতাদের মধ‍্যে অন‍্যতম ছিলেন গোবিন্দা (govinda)। তাঁর অভিনয় ও নাচের ভক্ত ছিলেন তখন অনেকেই। কোনও ছবিতে গোবিন্দা থাকা মানে সেই ছবি সুপারহিট হবেই। আর তা হতোও। একের পর বক্স অফিস কাঁপানো সিনেমা তিনি উপহার দিয়েছিলেন অনুরাগীদের। রবীনা ট‍্যান্ডন, করিশ্মা কাপুরের সঙ্গে বেশ কয়েকটি হিট ছবি রয়েছে তাঁর।

কেরিয়ার শুরুর পর পরেই সুনিতা আহুজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গোবিন্দা। স্ত্রী সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন তিনি। ঠিক এই সময়েই রানি মুখার্জির সঙ্গে আলাপ হয় তাঁর। দুজনকে একসঙ্গে ‘হদ কর দি আপনে’ ছবিতে দেখা যায়। ধীরে ধীরে রানি গোবিন্দার হাসির প্রেমেও পড়ে যান বলে জানা যায়।


এদিকে গোবিন্দাও দুর্বল হতে শুরু করেন। কিন্তু তিনি বিবাহিত, ছবির জগতেও বেশ নামডাক করে ফেলেছেন। অপরদিকে রানি তখন নবাগতা। একদিন রানির বাড়িতে দেখা যায় গোবিন্দাকে। দুজনে একসঙ্গে বদ্ধ ঘরে ধরা পড়েন হাতেনাতে! বিষয়টা প্রকাশ‍্যে আসতেই শোরগোল পড়ে যায় সংবাদ মাধ‍্যমে। গোবিন্দার স্ত্রী সুনিতা তাঁকে সাফ জানিয়ে দেন তাঁর ও রানির মধ‍্যে একজনকে বাছতে।

সেই সময়ে নাকি গোবিন্দা বাধ‍্য হয়েছিলেন রানিকে ভুলে যেতে। এই বিষয়ে আর কখনও মুখ খুলতেও দেখা যায়নি দুজনের কাউকেই। পরে আদিত‍্য চোপড়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রানি মুখার্জি। তবে এরপরে আর কোনও ছবিতে একসঙ্গে কাজও করেননি গোবিন্দা ও রানি।

X