বাংলাহান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশের (uttar pradesh) লখিমপুর খেরির ঘটনায় অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র। জানা গিয়েছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আশিস মিশ্রকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
জানা গিয়েছে, প্রথমে এই ঘটনার তদন্তের জন্য আশিস মিশ্রকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় উত্তরপ্রদেশ পুলিশ। এরপর সেখানে টানা ১২ ঘণ্টা জেরা করা হয় তাঁকে। তারপর তাঁর জেরায় কিছু অসঙ্গতি দেখা দেওয়ায় শনিবার রাত ১১ টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়।
বিষয়টা হল, কিছুদিন আগেই উত্তর প্রদেশের লখিমপুর খেড়িতে যখন রাস্তার পাশে প্রতিবাদী কৃষকরা জমায়েত করেছিল, সেইসময় প্রতিবাদরত ২ কৃষককে পিষে দেয় কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের একটি গাড়ি এবং ওই গাড়িতে তখন ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে। এই ঘটনার খবর জানাজানি হতেই, উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। শুরু হয় ব্যাপক সংঘর্ষ, চলে গুলিও। এই ঘটনায় ৪ কৃষক সহ মোট ৮ জনের মৃত্যুর খবর জানিয়েছিলেন লখিমপুর খেড়ির অতিরিক্ত পুলিশ সুপার অরুণ কুমার সিং।
এই ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে লখিমপুর খেড়ি চত্ত্বর। এই ঘটনায় আশিস মিশ্রকে জেরা করার বিষয়ে পুলিশ জানিয়েছে, জেরার সময় অসঙ্গতি ছিল আশিস মিশ্রের বয়ানে, মেলেনি সন্তোষজনক উত্তরও।
পুলিশ সূত্রে খবর, আশিস মিশ্র দাবি করেছিলেন ঘটনার দিন ঘটনাস্থল থেকে ৪-৫ কিলোমিটার দূরে কটি কুস্তি প্রতিযোগিতায় তিনি অংশ নিয়েছিলেন। তবে সেই প্রতিযোগিতার মাঝে দুই ঘণ্টার জন্য সেখান থেকে তিনি উধাও হয়ে গিয়েছিলেন বলেও জানিয়েছেন বেশ কয়েকজন স্থানীয় লোকজন।
এরপর তদন্তে নেমে দেখা গিয়েছে আশিস মিশ্রের মোবাইল ফোনের লোকেশনও কুস্তি প্রতিযোগিতার ওখানে ছিল না। সবকিছু মিলিয়ে তাঁর বিরুদ্ধে প্রমাণ থাকায় অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রকে গ্রেফতার করে যোগীর পুলিশ।