আমি এখনও বিজেপির সাংসদ, তাই তৃণমূলের প্রচারে নেই! জানালেন বাবুল সুপ্রিয়

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগে রাজনীতির সন্ন্যাস কাটিয়ে বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তৃণমূলে যোগ দিয়েছেন অভিমানী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তিনি তৃণমূলে যোগ দিয়েছেন ঠিকই, কিন্তু ওনাকে তৃণমূলের হয়ে প্রচারে দেখা যায় নি। বিশেষ করে ভবানীপুরের মতো হেভিওয়েট আসন, যেখানে প্রার্থী ছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও বাবুলকে প্রচারে দেখা যায় নি।

আর এবার এমাসেরই ৩০ তারিখ রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, সেই কেন্দ্রে প্রচারের জন্য স্টার প্রচারকদের তালিকা জারি করেছে তৃণমূল, কিন্তু অবাক করা বিষয় হল, ওখানেও বাবুল সুপ্রিয়র নাম নেই। তারকা প্রচারকদের তালিকায় নাম না থাকায় সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিয়কে ট্রোল শুরু করেছে নেতিজেনরা। আর এবার সেই ট্রোলিংয়ের জবাব দিলেন খোদ বাবুল।

কেন উনি তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে নেই সেই কারণ জানাতে তিনি লেখেন, ‘আমি এখনও বিজেপির সাংসদই রয়েছি। আমি লোকসভার মাননীয় স্পিকারকে চিঠি লিখে সময় চেয়েছিলাম পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য। আমি তৃণমূলকে ধন্যবাদ জানাচ্ছি কলকাতাতে গুছিয়ে নিতে কিছুটা সময় দেওয়ার জন্য।”

Babul Supriyo

তবে শুধু বাবুল সুপ্রিয়ই না, এবার স্টার প্রচারকদের তালিকায় জায়গা পাননি তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহানও। সম্ভবত তিনি সদ্য মা হয়েছেন বলেই ওনাকে এখন কিছুটা বিশ্রাম দেওয়া সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব। তবে আগামী ৪ কেন্দ্রের নির্বাচনের জন্য তৃণমূলের তরফ থেকে যেই প্রচারকদের তালিকা জারি করা হয়েছে, সেখানে তারকা সাংসদ মিমি থেকে শুরু করে খেলোয়াড় ও তৃণমূলের বড়বড় মন্ত্রীরাও রয়েছেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর