একটা সময় নিতে রাজি হয়নি কোনও ফ্র্যাঞ্চাইজি, অভিষেকেই সমস্ত রেকর্ড ভেঙে এবার ভারতীয় দলে স্পিডস্টার উমরান মালিক

বাংলা হান্ট ডেস্কঃ একটা সময় তার জন্য বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির দ্বারে দ্বারে ঘুরে ছিলেন বন্ধু আব্দুল সামাদ। লক্ষ্য ছিল একটাই কাশ্মীরি জোরে বোলার উমরানকে আইপিএলে একটি দল পাইয়ে দেওয়া। বারবার তিনি বলেছিলেন, আমার এই বন্ধু বল করেন ১৫০ এরও বেশি গতিতে। একটু সুযোগ দিন। তবে সে সময় তাকে আমল দেয়নি কোন ফ্রাঞ্চাইজি। শেষ পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে কথা বলে নেট বোলার হিসেবে তাকে সুযোগ করে দেন আব্দুল। যদিও প্রথমদিকে নিজের প্রাপ্য টাকাও পাচ্ছিলেন না উমরান। তিনি কার্যত ছিলেন অভিজ্ঞতা লাভের জন্য।

কিন্তু নটরাজন হঠাৎ কোভিড আক্রান্ত হয়ে পড়ায় সুযোগ চলে আসে এই গতি তারকার কাছে। আর নিজের অভিষেক ম্যাচেই সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে আইপিএলের দ্রুততম ভারতীয় বোলার হিসেবে উঠে আসেন জম্মুর এই গতি তারকা। ১৫৩ কিলোমিটার গতিবেগে বল করে সকলের দৃষ্টি আকর্ষণ করে নেন তিনি। এমনকি তার এই অসামান্য গতি দেখে মুগ্ধ হন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। তিনি পরিষ্কার বলেন, “প্রত্যেক বছরের আইপিএল নতুন নতুন তারকার জন্ম দেয়। তবে এখান থেকে একজন কীভাবে আরও উন্নতি করবে, সেটা খেয়াল রাখা ভীষণ গুরুত্বপূর্ণ।”

ফল বিক্রেতা বাবার স্বপ্ন ছিল একদিন বড় দলের হয়ে ক্রিকেট খেলে নাম করবেন ছেলে। বাবার সেই স্বপ্ন সফল করেছেন জম্মু কাশ্মীরের উমরান মালিক। ইতিমধ্যেই আইপিএলে নিজের প্রথম উইকেট শিকার করে ফেলেছেন তিনি। আর এবার তার জন্য এলো আরেকটি বড় খবর। জানা গিয়েছে আইপিএল শেষেই জম্মু-কাশ্মীরে ফিরতে হচ্ছে না উমরানকে। কারণ তার ডাক এসে গিয়েছে ভারতীয় দলে। টুইট করে একথা প্রকাশ করেছে তার দল সানরাইজার্স হায়দ্রাবাদই। তাদের দলের এক খেলোয়াড়ের এমন অভূতপূর্ব উত্থানে রীতিমত খুশি গোটা ফ্র্যাঞ্চাইজি।

https://twitter.com/SunRisers/status/1447085987318751235?t=jnrBpnF83gBSighfllEMdQ&s=19

এদিন টুইটে তারা লেখেন, “এখনই ব্যাগ গুছিয়ে নিও না উমরান। মেন ইন ব্লু থেকে তোমার ডাক এসেছে। আমাদের এই তারকা পেসার এবার টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতীয় দলের নেট বোলার হিসেবে প্রতিনিধিত্ব করবেন।” জানা গিয়েছে উমরানকে এই সুযোগ দেওয়ার পিছনে রয়েছে ক্যাপ্টেন কোহলির ভূমিকা। কার্যত তার পরামর্শেই দলে নেট বোলার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এই স্পিডস্টারকে। এবার জাসপ্রিত বুমরাহদের সাথে বল করার সুযোগ পাবেন উমরান, পাবেন শেখার সুযোগ। তার এই অন্তর্ভুক্তি আগামী দিনে বহু কাশ্মীরীর কাছে যে বড় অনুপ্রেরণা হয়ে উঠবে তা বলাই বাহুল্য।

 

 

Abhirup Das

সম্পর্কিত খবর