পুজোতেই সুখবর: মাত্র ৬৩৩.৫০ টাকাতেই পেয়ে যাবেন LPG সিলিন্ডার! কিনুন এইভাবে

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান বাজারে যেহারে রান্নার গ্যাসের (lpg cylinder) দাম বাড়ছে, তাতে করে মধ্যবিত্তের হেঁশেলে আগুন ধরার আগেই, সেই আগুনের আঁচ গিয়ে পৌছাচ্ছে তাঁদের সঞ্চয়ে। জীবনে বেঁচে থাকার জন্য খাবার অপরিহার্য। আর বর্তমান যুগে কাঠ কয়ালর ব্যবহার প্রায় উঠে গেছে বললেই চলে।

এখনকার দিনের মানুষ আরাম প্রিয়। সেই কারণে সকলেই রান্নার ক্ষেত্রে গ্যাস সিলিন্ডারই ব্যবহার করে থাকেন। আর সেই সিলিন্ডারের দাম প্রায় ১০০০ টাকার কাছাকাছি হয়ে যাওয়ায়, নাভিশ্বাস উঠতে শুরু করেছে সাধারোণ মানুষের।

lpg

তাই উৎসবের মাঝেই সুখবর, মাত্র ৬৩৩.৫০ টাকায় কিনতে পারবেন এলপিজি সিলিন্ডার! অবাক হচ্ছেন তাই তো? অবাক হওয়ার কিছু নেই উৎসবের মুখে এমনই সুখবর শোনাল ইন্ডেন সংস্থা। যাতে করে মধ্যবিত্তের হেঁশেলের আগুনের আঁচ যাতে তাঁদের অর্থ ভান্ডারে না লাগে, সেই ব্যবস্থা করতেই এমন পদক্ষেপ।

গত ৪ ঠা অক্টোবরের পর থেকে এলপিজি সিলিন্ডারের দাম কমেনি বা বাড়েনি। যা ছিল, তাই রয়েছে। তবে এক্ষেত্রে অন্য এক ধরনের সিলিন্ডার বাজারে আনল ইন্ডেন। যেখানে সাধারণ সিলিন্ডারের থেকে এই সিলিন্ডারের ওজন বেশ কিছুটা কম এবং সস্তা দামের দিক থেকেও। যাদের কিছুটা কম পরিমাণ গ্যাসের প্রয়োজন হয়, তাঁদের ক্ষেত্রে এই সিলিন্ডার ভীষণই ব্যবহারযোগ্য।

এই ধরনের সিলিন্ডারে গ্যাস দৃশ্যমান হবে। ইন্ডেনের আনা নতুন কম্পোজিট সিলিন্ডারগুলোর রিফিলের খরচ অনেকটাই কম। মাত্র ৬৩৩.৫০ টাকায় কিনতে পারবেন উপভোক্তা। তবে এই সিলিন্ডারের ওজন সাধারণ সিলিন্ডারের তুলনায় বেশ কিছুটা কম, ১০ কিলোগ্রাম।


Smita Hari

সম্পর্কিত খবর