IPL-র ফাইনালে একবারও হারেনি কলকাতা, এই পরিসংখ্যান ভাবাচ্ছে চেন্নাইকে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আইপিএল ২০২১-র ফাইনাল আজ। তিন বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সঙ্গে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কলকাতার একটি রেকর্ড রয়েছে, যা চেন্নাইকে ভাবাচ্ছে। সেই রেকর্ড হল, কলকাতা এখনও আইপিএল ফাইনালে হারেনি। আর এই কারণেই ধোনিকে মর্গানের ধুরন্ধরদের থেকে সাবধানে থাকতে হবে। একদিকে, চেন্নাই যখন তাঁদের চতুর্থ আইপিএল টফির দিকে নজর গেঁড়ে বসে রয়েছে। অন্যদিকে, এবার কাপ জয় করে তৃতীয়বার আইপিএল সেরার খেতাব অর্জন করতে চায় কলকাতা।

চেন্নাইয়ের ১২টি সিজনে এটা নবম ফাইনাল ম্যাচ। চেন্নাই সুপার কিংস ২০১০, ২০১১ আর ২০১৮ সালে আইপিএল ট্রফি নিজের নামে করেছিল। আর গৌতম গম্ভীরের অধিনায়কত্বে কলকাতা ২০১২ আর ২০১৪ সালে আইপিল ট্রফি জিতেছিল। কলকাতার এটা তৃতীয় ফাইনাল ম্যাচ।

কলকাতা ২০১২ সালে চেন্নাইকে হারিয়ে নিজেদের প্রথম ট্রফি হাসিল করেছিল। আর এবার সেই চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতেই ফাইনালে নামছে মরগানরা।

কলকাতার ভেঙ্কটেশ আইয়ার আর সুনীল নরেনের বিধ্বংসী ফর্ম ধোনির চেন্নাইয়ের চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে খোদ দলের অধিনায়ক মরগানের অফ ফর্মও কলকাতার জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে। তবে ধোনির টিমও ছেড়ে দেবে না। সম্ভবত এটাই ধোনির শেষ আইপিএল। আর এই কারণে সে, এবার এই খেতাব নিজেদের নামে করে স্মরণীয় করে রাখতে চাইবে।

সম্পর্কিত খবর

X