আরিয়ান খানকে সমর্থন করতে গিয়ে বেফাঁস পরিচালক, বললেন ‘গাঁজা সেবন আইনসিদ্ধ হওয়া উচিত দেশে’

বাংলাহান্ট ডেস্ক: ভারতে মাদক সেবনকে আইনি মান‍্যতা দেওয়া হোক, শাহরুখ খান পুত্র আরিয়ান খানকে (aryan khan) সমর্থন করতে গিয়ে এমনি বেফাঁস মন্তব‍্য করে বসেছেন বলিউড পরিচালক হনসল মেহতা। মাদক কাণ্ডে আরিয়ানের গ্রেফতারির পর বহু বলিউড তারকাই খোলাখুলি ভাবে তাঁর সমর্থনে কথা বলেছেন। এর মধ‍্যে অন‍্যতম নাম হনসল মেহতা।

বৃহস্পতিবার আদালত আরিয়ানের জামিনের আবেদন সংরক্ষিত রাখতেই টুইট করে ক্ষোভ উগরে দেন পরিচালক। তিনি লেখেন, ‘অনেক দেশে গাঁজা বা চরস সেবন আইনত সিদ্ধ। বহু দেশেই মান‍্যতা দেওয়া হয়েছে একে। আমাদের দেশে নারকোটিক্স কন্ট্রোলের থেকে বেশি হয়রান করার জন‍্য ব‍্যবহার করা হয় এসব। ৩৭৭ ধারার মতো এটাও শেষ করার জন‍্য আন্দোলন করা উচিত।’

Aryan Khan srk
একা হনসল মেহতা নন, আরিয়ানের সমর্থনে সরব হয়েছেন স্বরা ভাস্কর, রাহুল ঢোলাকিয়ার মতো ব‍্যক্তিত্বরাও। দেশের আইনের উদ্দেশে তীব্র কটাক্ষ ছুঁড়ে টুইট করেছেন স্বরা। একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী, সেখানে এক ব‍্যক্তিকে হাতে চরস নিয়ে দেখা যাচ্ছে। সংবাদ মাধ‍্যমের ক‍্যামেরার সামনে তিনি দাবি করছেন লক্ষাধিক টাকার মাদক রয়েছে তার হাতে।

নিজেই টাকা খরচ করে এই মাদক কিনেছেন তিনি। হরিদ্বার নিয়ে গিয়েছেন তিনি এই পরিমাণ চরস। ভিডিওটি শেয়ার করে হ‍্যাশট‍্যাগে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরো লিখেছেন স্বরা।

পরিচালক রাহুল ঢোলাকিয়া লিখেছেন, ‘আমি নিজের মতো কাজ করা ব‍্যক্তিদের সম্মান করি। কিন্তু দুর্ভাগ‍্য এটাই যে এই মামলায় এমনটা মনে হচ্ছে না। আরিয়ান খানের জামিন না মেলায় খুবই হতাশ।’

সূত্রের খবর, ছেলের জন‍্য সেরা আইনজীবী খুঁজতে সারাক্ষণ ফোনেই ব‍্যস্ত রয়েছেন শাহরুখ গৌরি। ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের মন্নতে আসতে বারন করলেও সলমন খান মাঝে মধ‍্যেই আসছেন শাহরুখের সঙ্গে দেখা করতে। ভাইজানের সঙ্গে নাকি নিয়মিত যোগাযোগও রাখছেন শাহরুখ।

সম্প্রতি সতীশ মানশিন্ডেকে সরিয়ে শাহরুখ নিয়োগ করেছেন আইনজীবী অমিত দেশাইকে। এর আগে হিট অ্যান্ড রান মামলায় সলমন খানের আইনজীবী ছিলেন তিনি। গত ১১ অক্টোবর আরিয়ানের জন‍্য জামিনের আবেদন করেন তিনি। কিন্তু বিফল হতে হয় অমিত দেশাইকেও। এদিনও হয়নি শাহরুখ পুত্রের জামিন।

ad

Niranjana Nag

সম্পর্কিত খবর