দশেরাতেই দুসংবাদ! প্রয়াত হলেন ‘উমরাও জান’ খ‍্যাত বর্ষীয়ান অভিনেত্রী ফারুখ জাফর

বাংলাহান্ট ডেস্ক: উৎসব শেষ হতেই খারাপ খবর বলিউডে। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী ফারুখ জাফর (farrukh jaffar)। গুলাবো সিতাবো ছবিতে বেগম চরিত্রে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। মনে করা হচ্ছেন বার্ধক‍্যজনিত অসুখেই প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী।

গুলাবো সিতাবো ছবির চিত্রনাট‍্যকার জুহি চতুর্বেদী প্রকাশ করেছেন এই দুঃসংবাদ। ছবিতে বেগম চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ২০২০ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। সেই শেষবার পর্দায় দেখা গিয়েছিল ফারুখ জাফরকে। নিজের অভিনয় দক্ষতা দিয়ে অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানাদের মতো তাবড় অভিনেতাদের ছাপিয়ে গিয়েছিলেন তিনি। ছবিতে সেরা সহ অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন তিনি।

pjimage 2021 10 16T095603.100
চিত্রনাট‍্যকার জুহি চতুর্বেদী লেখেন, ‘বেগম চলে গেলেন। ফারুখ জি, না আপনার মতো কেউ ছিলেন আর না হবেন। আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করার অনুমতি দিয়েছিলেন, তার জন‍্য মন থেকে ধন‍্যবাদ। এবার আল্লাহর ওই দুনিয়াতে ভাল ভাবে থাকবেন।আত্মার শান্তি কামনা করি।’

দীর্ঘ অভিনয় জীবন ফারুখ জাফরের। ছিলেন জৌনপুরের জমিদার বংশের মেয়ে। মাত্র ১৬ বছর বয়সে পরিবারের সঙ্গে লখনউ চলে আসেন তিনি। লখনউ বিশ্ববিদ‍্যালয় থেকে স্নাতক হয়েছিলেন ফারুখ জাফর। বিয়ে করেন স্বাধীনতা সংগ্রামী সৈয়দ মহম্মদ জাফরকে।

https://www.instagram.com/p/CVDlraNIIvM/?utm_medium=copy_link

 

কিন্তু প্রথমেই অভিনয় জগতে পা রাখেননি তিনি। রেডিওতে কাজ শুরু করেছিলেন ফারুখ। অল ইন্ডিয়া রেডিওর প্রথম কর্মীদের মধ‍্যে একজন ছিলেন তিনি। এরপরেই তাঁর বলিউডে আসা। উমরাও জান ছবির মাধ‍্যমে অভিনয়ে পা রেখেছিলেন তিনি। রেখার মায়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।

এরপর আবার লম্বা গ‍্যাপ। ২০ বছর পর ২০০৪ সালে শাহরুখ খানের স্বদেশ ছবিতে ফের দেখা মেলে ফারুখ জাফরের। এরপর একে একে পিপলি লাইভ’, ‘তনু ওয়েডস মনু’, ‘আম্মা কি বোলি’র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর