লালে লাল, বিয়ের পর প্রথম পুজোর সিঁদুরখেলার ছবি শেয়ার করলেন দেবলীনা কুমার

বাংলাহান্ট ডেস্ক: দেখতে দেখতে শেষ দূর্গাপুজো। চার চারটে দিন চৌখের নিমেষে কাটিয়ে মাকে বিদায় জানানোর ক্ষণও হাজির। অনেক বড় পুজোর ঠাকুরই ইতিমধ‍্যে বিসর্জন হয়ে গিয়েছে। আর কিছু মণ্ডপে এখনো ঠাকুর থাকায় বিজয়া শেষ হতেও প‍্যান্ডেল হপিং চলছে পুরোদমে। প্রতিবারের মতো এবারেও ত্রিধারা সম্মীলনীতে পুজোর কটাদিন ছিলেন দেবলীনা কুমার (devlina kumar)। সঙ্গে অবশ‍্যই স্বামী গৌরব চট্টোপাধ‍্যায় (gourab chatterjee)।

গত বছর ডিসেম্বরে ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসেছেন দুজনে। বিয়ের আগে একসঙ্গে পুজো কাটালেও বিয়ের পর প্রথম পুজোর উত্তেজনাটাই অন‍্য রকম। উপরন্তু এয়োস্ত্রী হিসেবে দেবলীনার এবারেই প্রথম সিঁদুর খেলা। বিজয় দশমীর স্পেশ‍্যাল সাজে কোনো কমতি রাখেননি তিনি।

IMG 20211016 114935
টুকটুকে লাল শাড়িতে সেজেছিলেন দেবলীনা, সঙ্গে কানে গলায় হাতে সোনার গয়না। খোঁপা করা চুলে বেঁধেছিলেন জুঁই ফুলের মালা। সিঁদুর খেলার পরের কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। সিঁথিতে ও গালে সিঁদুর দেখা গিয়েছে দেবলীনার। এদিন স্ত্রীর সঙ্গে রঙ মিলিয়ে লাল পাঞ্জাবি পরেছিলেন গৌরব। শ্বশুর শাশুড়ির সঙ্গেও এদিন ক‍্যামেরাবন্দি হয়েছেন উত্তম কুমারের নাতি।

https://www.instagram.com/p/CVDL21FhgWQ/?utm_medium=copy_link

এই মুহূর্তে ডান্স বাংলা ডান্সে প্রতিযোগীদের ‘গুরু’র আসনে দেখা যাচ্ছিল দেবলীনাকে। তবে মাঝে বেশ কিছুদিন শোতে দেখা মেলেনি তাঁর। অনুরাগীরা সোশ‍্যাল মিডিয়ায় প্রশ্নের পর প্রশ্ন করে কার্যত নাজেহাল করে দিয়েছিলেন দেবলীনাকে। তবে এখন ফের মঞ্চে ফিরেছেন তিনি। শোতে দেবলীনাকে ফিরে পেয়ে খুশি দর্শকরাও।

অপরদিকে গৌরব অভিনয় করছেন ‘মহাপীঠ তারাপীঠ’এ। এছাড়াও রাজর্ষি দে এর ছবি ‘মায়া’তেও দেখা যাবে তাঁকে। ছবিতে রয়েছেন স্ত্রী দেবলীনাও। এই প্রথম দুজনকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। চলছে ছবির শুটিং। তবে এখনো মুক্তির তারিখ জানানো হয়নি। এছাড়াও সৃজিত মুখার্জির অতি উত্তম ছবিতেও অভিনয় করছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর