কোন ধর্মে মানুষ খুন করার কথা বলে? বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে সোচ্চার শ্রীলেখা

বাংলাহান্ট ডেস্ক: সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে সরব হলেন টলিপাড়ার আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র (sreelekha mitra)। ধর্মের নামে যে হিংসা, হানাহানির ঘটনা ঘটেছে ওপার বাংলায় তাকে ধিক্কার জানিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন শ্রীলেখা। তাঁর প্রশ্ন, মাষুষের প্রাণের থেকেও কি ধর্ম বড়?

সোশ‍্যাল মিডিয়ায় একটি স্ট‍্যাটাস শেয়ার করেছেন শ্রীলেখা। সেখানে তাঁর জিজ্ঞাসা, ধর্ম পূজার হাতিয়ার নাকি যুদ্ধের? এ প্রসঙ্গে সংবাদ মাধ‍্যমকে অভিনেত্রী বলেন, তাঁর কাছে ভালবাসাই পরম ধর্ম। কোন ধর্ম মানুষের ক্ষতি চায়? ধর্মের ভিত্তিতে ভেদাভেদ সৃষ্টির চেষ্টা চলছে। মানুষ শান্তি নয়, যুদ্ধ চায়। এটা সত‍্যিই দুঃখজনক। হিন্দু মুসলিমকে মারুক বা মুসলিম হিন্দুকে, শেষপর্যন্ত ক্ষতি তো মানুষেরই হচ্ছে।

IMG 20201202 172611
শ্রীলেখার প্রশ্ন, “২০২১ সালেও মানুষ ধর্মের অজুহাত দিয়ে এই সমস্ত করে যাচ্ছে।  এগুলো সত্যিই কষ্টের। মানুষের জীবনের থেকেও কি ধর্ম বড়? কেন?” ধর্ম নিয়ে এই হিংসার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব‍্য করেছেন শ্রীলেখা।

দূর্গাপুজোর নবমীর দিন ওপার বাংলার কুমিল্লাতে মণ্ডপে ধ্বংস করে দেওয়া হয়েছে দূর্গাপ্রতিমা। এখানেই শেষ নয়, দশমীর দিন নোয়াখালির ইস্কন মন্দিরে হামলা চালানো হয়। কোরানের ‘অবমাননা’র দোহাই দিয়ে চলে ভাঙচুর। মন্দিরের এক সদস‍্যকেও খুন করা হয়।

এ ঘটনা নিয়ে সমালোচনার ঢেউ উঠেছে নেটপাড়ায়। বাংলাদেশের সংখ‍্যালঘু হিন্দুদের বাঁচানোর দাবিতেও সরব হয়েছেন অনেকে। প্রশাসনের পাশাপাশি রাষ্ট্রসংঘের কাছেও চিঠি দিয়ে হিন্দুদের সুরক্ষা ও দুষ্কৃতীদের বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে ইস্কন মন্দির কর্তৃপক্ষ।

ঘটনার কড়া নিন্দা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ধর্ম যার যার উৎসব সবার, দেশও সবার। ওদেশের হিন্দুদের তিনি আবেদন করেছেন নিজেদের সংখ‍্যালঘু না ভাবতে। ওদেশে তাদেরও বসবাস করার, নিজ উৎসব পালন করার সমান অধিকার আছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর