বাংলা হান্ট ডেস্কঃ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মরুদেশের বিশ্বযুদ্ধ, আর কিছুক্ষণ পরেই নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে ভারতও। স্বাভাবিকভাবেই আরব আমিরশাহী পেয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখন উত্তেজিত সকলে। তবে তার আগে সোশ্যাল মিডিয়ায় এবার চরম সমালোচনার মুখে পড়তে হল ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। একদিকে যেমন এই মুহূর্তে বিশ্বকাপের জন্য মুখিয়ে রয়েছে সকলে তেমনই আবার অন্যদিকে ভারতে চলছে উৎসবের মরশুম।
সবেমাত্র শেষ হয়েছে নবরাত্রি এবং দুর্গাপূজা, আর কিছুদিনের মধ্যেই আসছে দীপাবলি। দীপাবলিতে স্বাভাবিকভাবেই অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে তারকা খেলোয়াড়রা তাদের সমর্থকদের সাথে আনন্দ ভাগ করে নেন। কেউ কেউ দেন নানা ধরনের বার্তাও। অধিনায়ক বিরাট কোহলিও তাদের ব্যতিক্রম নন। প্রতিবছরই নিজের সমর্থকদের উদ্দেশে এইদিন পালনের জন্য বিশেষ বার্তা দিয়ে থাকেন বিরাট।
https://twitter.com/imVkohli/status/1449699978419466243?t=7IYVcsw7o6zsXYo6Wz5Ccg&s=19
সাধারণভাবে বিরাটের বার্তায় প্রতি বছরই শব্দ এবং বায়ু দূষণ না করে বাজি না পুড়িয়ে দীপাবলি পালনের অনুরোধ জানান ফ্যানদের উদ্দেশ্যে। এবারও ঠিক সেভাবেই নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও প্রকাশ করে বিরাট বলেছিলেন “এই বছরটি ভারত এবং বিশ্বের মানুষের জন্য খুব কঠিন ছিল, সবাই দীপাবলির জন্য অপেক্ষা করছে। কীভাবে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে দীপাবলি উদযাপন করবেন এবং এই উৎসবকে সার্থক করে তুলবেন সে সম্পর্কে আমি আপনাকে কিছু টিপস দেব।”
As we are Indians and we know very well that how to celebrate our festivals.
You just focus on your cricket and the upcoming World Cup.
If India wins then will you stop us from bursting the crackers??#ViratKohli #SunoKohli #Diwali2021
— पीयूष मिश्रा (@Peeyush_Mishra8) October 18, 2021
কিন্তু তার এই ভিডিওর পরেই দেখা গেল চূড়ান্ত বিরূপ প্রতিক্রিয়া। এই মুহূর্তে টুইটারে ট্রেন্ড করছে #SunoKohli নামক একটি হ্যাশট্যাগ। যেখানে ভারত অধিনায়কের ট্রোলিং শুরু করেছেন নেটিজেনরা। তাদের মতে সেলিব্রেটিরা শুধুমাত্র দিওয়ালি উপলক্ষে জ্ঞান দেয়। একজন নেটিজেন লেখেন, “আমরা ভারতীয় আমরা জানি কিভাবে উৎসব পালন করতে হয়। আপনি আসন্ন বিশ্বকাপ এবং ক্রিকেটে মনোযোগ দিন। ভারত যদি বিশ্বকাপ জেতে তাহলে কি আপনি বাজি পোড়ানো বন্ধ করতে বলবেন?” শুধু একজন নয় আরও অনেকেই কোহলিকে আসন্ন বিশ্বকাপের উপর মনোযোগ দিতে বলেন।