বাংলা হান্ট ডেস্কঃ শুরু হয়ে গিয়েছে মুরুদেশের বিশ্বযুদ্ধ। সোমবার প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের পরীক্ষা করার সুযোগ পেয়েছে ভারতও। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে জয় দিয়েই শুরু করেছে যাত্রা। কিন্তু বেশ কিছু বিষয় চিন্তায় রাখবে ভারতকে। সোমবার প্রথম ব্যাটিং করে ভারতের বিরুদ্ধে ১৮৮ রান তোলে ইংল্যান্ড। শুরুটা ভালো করলেও বোলিংয়ে শেষটা তেমন ভালো হয়নি মোটেই। বিশেষত ভুবনেশ্বর কুমার, রহুল চাহাররা মোটেই আশাপ্রদ ছিলেন না।
একদিকে যেমন ১৩.৫ গড়ে ৫৪ রান খরচ করেন ভুবনেশ্বর, তেমনি অন্যদিকে তিনটি উইকেট নিলেও ১০ গড়ে ৪০ রান খরচ করেন শামি। এমনকি রহুল চাহারের হাত থেকেও বেরিয়ে যায় ৪ ওভারে ৪৩ রান। বোলারদের মধ্যে একমাত্র আঁটোসাঁটো বোলিং উপহার দেন বুমরাহ এবং রবীচন্দ্রন অশ্বিন। যদিও বুমরাহ একটি উইকেট পেলেও অশ্বিন খাতা খুলতে পারেননি। তাই প্রথম প্রস্তুতি ম্যাচে জয় পেলেও বিরাটদের মাথা থেকে চিন্তার মেঘ সরছে না এখনই।
অন্যদিকে চিন্তা রয়ে গেল ভারতীয় ব্যাটিং নিয়েও। যদিও প্রথম দিনেই দুর্দান্ত ফর্ম বজায় রেখেছিলেন দুই ওপেনার কে এল রাহুল এবং ঈশান কিশান। একদিকে যেমন মাত্র ২৪ বলে ৫১ রান উপহার দেন রাহুল, অন্যদিকে তেমনি ৪৬ বলে ৭০ রানের দুরন্ত ইনিংস খেলেন ঈশান কিশানও। কিন্তু ভারতকে চিন্তায় রাখল মিডিল অর্ডার। এদিনও ফের একবার ১৩ বলে ১১ রান করে লিভিংস্টোনের শিকার হন অধিনায়ক বিরাট কোহলি। অন্যদিকে ৮ রানে সাজঘরে ফিরলেন সূর্যও। যদিও পান্থ এবং হার্দিকের মারকুটে ব্যাটিংয়ে ম্যাচ জিতে নিতে কোন অসুবিধা হয়নি ভারতের।
বরং ১৯ তম ওভারের শেষ বলে ছয় মেরে দাপটের সঙ্গেই ম্যাচ শেষ করে দেন পন্থ। কিন্তু অধিনায়ক কোহলি এবং সূর্য কুমারের এই লাগাতার ব্যর্থতা নিশ্চয়ই ভাবাবে ভারতকে। ভারতের আগামী ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। শেষবার সেখানেই নিজেদের পরীক্ষা করার সুযোগ পাবে কোহলি ব্রিগেড। তারপরেই ২৪ অক্টোবর পাকিস্তানের সঙ্গে মহা মোকাবিলা। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের সমস্ত ভুল শুধরে নিতে মরিয়া থাকবে ভারতীয় দল।